ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জনপ্রশাসন পদক পাচ্ছে ৩৫ কর্মকর্তা ও প্রতিষ্ঠান

প্রকাশিত: ০০:৩৬, ২৭ জুলাই ২০২১

জনপ্রশাসন পদক পাচ্ছে ৩৫ কর্মকর্তা ও প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ করোনা সংক্রমণের উর্ধগতির কারণে গত বছর (২০২০ সালে) জনপ্রশাসন পদক দেয়া সম্ভব হয়নি। তবে এবার ২০২০ ও ২০২১ সালের পদক একসঙ্গে দেয়া হচ্ছে। আজ মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন দিবসের অনুষ্ঠানে দুই বছরের পদক প্রদান করা হবে। দুই বছরের জন্য ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এ সভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে একজন সিনিয়র মন্ত্রী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন পদক তুলে দেবেন। ২০২০ সালের জন্য জাতীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ১৫টি এবং ২০২১ সালের জন্য ২০টি পদক দেয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
×