ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে দুই শ’ টন অক্সিজেন খালাস

প্রকাশিত: ২২:৩১, ২৬ জুলাই ২০২১

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে দুই শ’ টন অক্সিজেন খালাস

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ রবিবার বেলা পৌনে এগারোটায় একটি বিশেষ ট্রেনযোগে ভারত থেকে আমদানি করা ২শ’ মে.টন তরল অক্সিজেন গ্যাস সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদে পৌঁছেছে। ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর থেকে বেনাপল হয়ে আসা ট্রেনটিতে ১০টি কন্টেইনারে ২শ’ মেট্টিক টন তরল মেডিক্যাল অক্সিজেন রয়েছে। লিনডা বাংলাদেশ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ তরল অক্সিজেন আমদানি করেছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনের অক্সিজেন কন্টেইনার খালাসের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অক্সিজেনবাহী এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু রেলওয়ে স্টেশনে আসার পর বেলা সাড়ে ১১টায় কন্টেইনার খালাস কার্যক্রম শুরু হয়। এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ, সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, লিনডা বাংলাদেশের কর্মকর্তা, বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশ, রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ জানান, চলমান করোনা সঙ্কটে আক্রান্ত মুমূর্ষু রোগীদের সেবার জন্য জরুরীভাবে এ অক্সিজেন লিনডা বাংলাদেশ ভারত থেকে সরকারী সহযোগিতায় আমদানি করেছে। অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের ১০টি কন্টেইনারে ২শ’ মেট্টিক টন তরল অক্সিজেন আনা হয়েছে। বঙ্গবন্ধু সেতুতে মালবাহী ট্রেন চলাচল না করায় ট্রেনটি এখানেই খালাস করা হচ্ছে। পরে গ্যাস বহনকারী লরির মাধ্যমে এসব অক্সিজেন ঢাকায় পাঠানো হয়েছে। নিজস্ব সংবাদদাতা মোংলা থেকে জানান, করোনা মোকাবেলায় ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন’র পক্ষ থেকে ২৫ জুলাই রবিবার সকালে মোংলার কলেজ মোড়ে অবস্থিত শেখ রাসেল অক্সিজেন ব্যাংকে সিলিন্ডার প্রদান করা হয়। রবিবার বেলা সাড়ে ১১টায় অক্সিজেন সিলিন্ডার প্রদানকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, মোংলা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন’র সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের পরিচালক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল, ছাত্রলীগ নেতা পারভেজ খান, মোঃ আব্দুল্লাহ আল-আমীন সানি প্রমুখ।
×