ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মতিঝিলে গ্যারেজে আগুন ॥ পুড়ে গেছে দুটি বাস

প্রকাশিত: ২২:২৩, ২৬ জুলাই ২০২১

মতিঝিলে গ্যারেজে আগুন ॥ পুড়ে গেছে দুটি বাস

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছনে গাড়ির গ্যারেজে লাগা আগুন ৫০ মিনিট পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। তবে এর আগেই আগুনে সিল্ক লাইন ট্রাভেলস পরিবহনের দুটি বাস পুড়ে গেছে। এছাড়া প্রাইভেটকারসহ দুটি গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রবিবার বেলা ১১টা ৫ মিনিটের দিকে মতিঝিল মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৫টি ইউনিট পাঠানো হয়। বেলা ১১টা ৫২ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ হয়। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বজলুর রশিদ বলেন, মোট সাতটি ইউনিট এখানে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে দেখতে পেয়েছি ফরচুন মোটরস, আলাউদ্দিন মোটরসহ সাত-আটটার মতো গ্যারেজ আছে। খুব সম্ভবত গ্যারেজ থেকেই আগুনের সূত্রপাত এখানে। পরে বাসে ও প্রাইভেটকারে ছড়িয়ে পড়ে। আগুন ধরার কারণ নিয়ে তিনি বলেন, এই মুহূর্তে বলতে পারব না আগুন কিভাবে লাগছে। তবে আমরা ধারণা করছি যে, গ্যারেজ থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। আগুন পরিকল্পিত কিনা জানতে চাইলে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বলেন, এখনই বলতে পারব না এই আগুন কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে কিনা। সাত-আটটা গ্যারেজ মিলিয়ে আনুমানিক ১০-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগে শনিবার রাতে রাজধানীর কমলাপুরে বিআরটিসির ডিপোতে লাগা আগুনে দুটি বাস পুড়ে ভস্মীভূত হয়। এতে ক্ষতি হয় প্রায় ১০ লাখ টাকা।
×