ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই পদ্মা পাড়ি

প্রকাশিত: ১৬:০৭, ২৫ জুলাই ২০২১

কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই পদ্মা পাড়ি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ফেরিতে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ঠাসা যাত্রী ভর্তি করেই ফেরিতে পদ্মা পার হচ্ছেন রাজধানী ফেরা মানুষ। শিমুলিয়া-বাংলাবাজার ফেরিতে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। ঠাসা যাত্রী পারাপার করেছে সরকারী সংস্থা বিআইডব্লিউটিসি। ফেরিতে উপেক্ষিত কঠোর বিধিনিষেধ। রবিবার সকাল সোয়া ৮ টার দিকে শিমুলিয়া ঘাটে 'ফেরি কদম' ভিড়তেই হুড়মুড় নামছেন রাজধানী ফেরা অসংখ্য যাত্রী। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সচল ছয়টির ফেরির একই অবস্থা। উধাও স্বাস্থ্যবিধি। ঘাটে আসার পর রাজধানীর ফিরতে মোটরসাইকেল, কার, মাইক্রো ও ব্যাটারী চালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়ায় ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা। অনেকে আবার পায়ে হেটেই রওনা হয়েছেন। ঘর থেকে বের হওয়ার নানা অজুহাত তাদের। বিআইডব্লিউটিসির ফেরি কদমের কোয়াটার মাস্টার মো. আক্তারুজ্জামান নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পার করা সম্পর্কে ফেরি কদমের কর্মকর্তা দায় চাপান প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর। লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউসার হামিদ বলেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করে যাচ্ছে। ফেরিতে বিধিনিষেধ উপেক্ষার বিষয়টি বিআইডব্লিউটিসিরই দেখার কথা। বিধিনিষেধ উপেক্ষা করেই ঢাকার ফিরছেন অগনিত মানুষ।
×