ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন অ্যারন ফিঞ্চ

প্রকাশিত: ১৬:০৪, ২৫ জুলাই ২০২১

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন অ্যারন ফিঞ্চ

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশ সফর থেকে মাত্র এক সপ্তাহের দূরত্বে আছে অস্ট্রেলিয়া। তবে এ সময়েই বড় এক দুঃসংবাদ পেল অজিরা। ছিটকে গিয়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। হাঁটুর চোট নিয়ে তিনি ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। বাংলাদেশ সফরের ঠিক আগে বর্তমানে উইন্ডিজ সফরে আছে অস্ট্রেলিয়া। সেখান থেকেই বাংলাদেশে পা রাখার কথা অজিদের। তবে ব্যক্তিগত কারণ, চোটসহ নানা কারণে আগে থেকেই এই দুই সিরিজে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ছিলেন না অস্ট্রেলিয়া দলে। এবার হাঁটুর চোট ছিটকে দিয়েছে ফিঞ্চকেও। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে ফিঞ্চের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। দ্রুত অস্ট্রেলিয়ায় ফিরে যেতে হচ্ছে তাকে। রবিবারই লন্ডন-দোহা হয়ে অস্ট্রেলিয়া ফেরার কথা রয়েছে অজি ক্যাপ্টেনের। ফিঞ্চ তার ডান হাঁটুতে চোটটা পেয়েছিলেন উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে অনুশীলনের সময়। সেন্ট লুসিয়ায় সিরিজের শেষ টি-টোয়েন্টিতে এই চোট আরও বেড়ে যায়, যে কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান তিনি। শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। এতে বেশ হতাশা প্রকাশ করে ফিঞ্চ বলেন, 'ঘরে ফিরে যেতে হচ্ছে বলে আমি যারপরনাই হতাশ। তবে বাংলাদেশ সফরে গিয়ে না খেলতে পারা, সেরে ওঠার সময় হারানোর চেয়ে একেই শ্রেয়তর বিকল্প বলে বিবেচনা করা হয়েছে।' প্রয়োজনে শল্যবিদের ছুরির নিচে যেতেও আপত্তি নেই অজি অধিনায়কের। তিনি বলেন, 'যদি প্রয়োজন পড়ে তাহলে অস্ত্রোপচারও করাতে হবে আমার। তবে বিশ্বকাপের আগেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে দিতে হবে।' বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দল- অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জস হেইজেলউড, মোজেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, মিচেল সোয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা। রিজার্ভ: নাথান অ্যালিস ও তানভীর সাঙ্গা।
×