ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু ॥ নতুন শনাক্ত ৮৫

প্রকাশিত: ১৪:৩০, ২৫ জুলাই ২০২১

গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু ॥ নতুন শনাক্ত ৮৫

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় রাবিবর করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছে ৮৫ জন। এরমধ্যে গোবিন্দগঞ্জে ১৪, সদরে ২৬, ফুলছড়িতে ২, সুন্দরগঞ্জে ১২, সাঘাটায় ৩, পলাশবাড়ীতে ১৬ ও সাদুল্যাপুর উপজেলায় ১২ জন। করোনায় মৃত ওয়াজেদ আলীর (৮০) বাড়ি গাইবান্ধা পৌরসভার কেএন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মমিনপাড়ার বাসিন্দা। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে ৮৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা শেষে ছাড়পত্র নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৫৮ জন। এদিকে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৯০ জন। এরমধ্যে ৩২ জন মারা গেছে। জেলায় হোম কোয়ারেন্টাইন ব্যক্তি মোট ১১ হাজার ৯৪ জন। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে মোট ৭ হাজার ৪৫৮ জনকে। এছাড়া জেলায় করোনায় শনাক্ত ৩ হাজার ৩৯০ জনের মধ্যে ২২ হাজার ৩৪ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
×