ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ২৪ ঘন্টায় করোনায় ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪২

প্রকাশিত: ১৪:২৭, ২৫ জুলাই ২০২১

বগুড়ায় ২৪ ঘন্টায় করোনায় ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪২

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস॥ বগুড়ায় করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে। তবে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার আগের দিনের তুলনায় অপেক্ষাকৃত কম। আর গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলার ৩টি হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জন মারা গেছেন। এর মধ্যে ৭ জন আক্রান্ত হয়ে ও ৭ জন উপসর্গ নিয়ে মারা যান। আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে ৫ জনের বাড়ি বগুড়ায়। অন্য ২জন সিরাজগঞ্জ ও জয়পুরহাটের। বগুড়া সিভিল সার্জন অফিস রবিবার জানায়, গত ২৪ ঘন্টায় জেলায় ৮৪০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন ২৪২ জন। শনাক্তের হার কিছুটা কমলেও শনাক্তের সংখ্যা বেড়েছে। আগের দিন জেলায় করোনা শনাক্ত হয়েছিলেন ১৪১ জন। এতে আগের দিনের চেয়ে শনাক্তের সংখ্যা বেড়েছে ১০১ জন। অপর দিকে জেলার ৩টি হাসপাতালের মধ্যে বগুড়া মেডিক্যাল কলেজ হসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে ৫জন মারা যান। এছাড়া করোনা ডেডিকেটেডে হাসপাতাল বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে করোনা আক্রান্ত ১ জন, উপসর্গে ২ জন এবং বেসরকারী টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ১ জন মারা গেছেন।
×