ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ২৪ ঘন্টায় রেকর্ড শনাক্ত ১১২

প্রকাশিত: ১৩:৫৬, ২৫ জুলাই ২০২১

নীলফামারীতে ২৪ ঘন্টায় রেকর্ড শনাক্ত ১১২

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পহেলা জুলাই হতে ২৪ জুলাই পর্যন্ত গত ২৪ দিনে করোনা আক্রান্ত হয়ে নীলফামারী জেলায় ২৯ জন মারা গেছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় এ জেলায় করোনা আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু না ঘটলেও রেকর্ড পরিমান ১১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে গত ১৩ জুলাই ৮০ জন ও ৫ জুলাই ৭১ জন করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া গত ১৮ জুলাই ৬৬ জন, ১৪ জুলাই ৫৩জন, ৬ জুলাই ৫২জন ও ৪ জুলাই ৫০জন করোনা আক্রান্ত হয়েছিল। আজ রবিবার নীলফামারী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৬৮ নমুনা পরীক্ষায় ১১২ জনের করোনা পজিটিভ হয়েছে। সংক্রমনে জেলার গড় হার ২০.০৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে জেলা সদরে ৫৪ জন, সৈয়দপুর উপজেলায় ৪০ জন, ডোমার উপজেলায় ৯ জন, জলঢাকা উপজেলায় ৫ জন, ডিমলা উপজেলায় ৩ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩ জন রয়েছে। অপর দিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৫৪৭ জন। এরমধ্যে জেলা সদরের জেনারেল হাসপাতালে ২৩ জন, নিজবাড়িতে ২২৩, সৈয়দপুর হাসপাতালে ১০ জন, নিজবাড়িতে ১৪০, ডোমার হাসপাতালে ১ জন, নিজবাড়িতে ৪৮, ডিমলা হাসপাতালে ১ জন নিজবাড়িতে ৬, জলঢাকা উপজেলায় নিজবাড়িতে চিকিৎসাধীন রয়েছে ৫০ জন, কিশোরীগঞ্জ উপজেলার নিজবাড়িতে ২৫ জন ও রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে ২০ জন। গত ২৪ দিনে করোনা আক্রান্ত হয়ে নীলফামারী জেলায় যে ২৯ জন মৃত্যু বরণ করেন তারা হলেন জেলার কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া গ্রামের আতিকুল ইসলাম (৪১), জেলা সদরের কাজিরহাট গ্রামের আব্দুল মজিদ (৬৫),ডিমলা উপজেলার জোড়জিগা গ্রামের মোছাঃ সহিদা বেগম (৭০),ডোমার উপজেলার আমবাড়ি গোমনাতী গ্রামের রমজান আলী (৬০), জেলা সদরের কাঞ্চনপাড়া গ্রামের নূরন্নবী (৭৫),সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া মহল্লার মতিয়ার রহমান (৮০), ডোমার উপজেলার গোমনাতী পন্ডিতপাড়ার আব্দুল হক (৭০),সৈয়দপুর উপজেলার চাঁদনগর মহল্লার আশিক বদর (৪০), ডোমার উপজেলার চিলাহাটির আবু তালেব(৬৫), জেলা শহরের বাবুপাড়ার জমিলা খাতুন (৮২), জেলা শহরের মধ্য হাড়োয়ার চন্দ্র কিশোর রায়(৭২), জলঢাকা উপজেলার কালিগঞ্জ গ্রামের কাছুরাম (৪০), জেলা শহরের উকিলপাড়া আজির উদ্দিন (৫৫), ডোমার উপজেলার জোড়াবাড়ী গ্রামের মমতাজ উদ্দিন (৭০), জেলা সদরের সুটিপাড়া গ্রামের নজর আলী (৭০), সৈয়দপুর বাঙ্গালীপুর গ্রামের জাহানারা বেগম (৭২), ডোমার উপজেলার চিকনমাটি গ্রামের হামিদুল ইসলাম (৬৫), জেলা শহরের শাহিপাড়া কলেজ সড়কের সমেলা রহমান (৮৭), জেলা সদরের পাঁচমাথা গ্রামের রিমু (৩২) ও হোসনে আরা চায়না (৫৮), জেলাশহরের মধ্য হারোয়া মহল্লার আজিজুল হক (৬৫), ডোমার উপজেলার পাঙ্গামটকপুর মিস্ত্রিপাড়া গ্রামের সুধীর চন্দ্র (৭৫),একই উপজেলার কেতকীপাড়া শান্তিপাড়া চান্দখানা গ্রামের আতিয়ার রহমান (৭০), একই উপজেলার পাঙ্গামটকপুর তালতলা গ্রামের আব্দুল হামিদ (৬৭), সৈয়দপুর উপজেলার কামারপুকুর গ্রামের আব্দুল করিম (৭৫),একই উপজেলার কাজিপাড়া মহল্লার আব্দুল মজিদ (৫৮) একই উপজেলার বোতলাগাড়ী পাঠানপাড়া গ্রামের বেলাল (৬০), জলঢাকা উপজেলা শহরের কলেজপাড়া মহল্লার মোকলেছার রহমান (৬৫) ও একই উপজেলার বালাগ্রাম গ্রামের মোঃ আব্দুল গফুর (৮০)।
×