ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২১ কোটি টিকার ব্যবস্থা হয়েছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ২৩:২৫, ২৫ জুলাই ২০২১

২১ কোটি টিকার ব্যবস্থা হয়েছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন উৎস থেকে সরকার করোনাভাইরাস প্রতিরোধী ২১ কোটি টিকার ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, টিকাগুলো এখন হাতে পাওয়ার অপেক্ষায় আছে সরকার। শনিবার কোভিড-১৯ সংক্রমণের উর্ধগতি প্রতিরোধ, অক্সিজেন সঙ্কট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি শীর্ষক সভায় বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ এ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২১ কোটি ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। টিকাগুলো সময়মতো পেলে বাংলাদেশ কোন দেশ থেকে ভ্যাকসিনে পিছিয়ে থাকবে না। ৮০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা যাবে। তিনি বলেন, আমরা কিন্তু সবার আগে ভ্যাকসিন পেয়েছিলাম আশপাশের দেশেগুলো থেকে। ভারতের সিরামের সঙ্গে চুক্তি হয়েছিল। ৭০ লাখ পেয়েছি আর ৩০ লাখ উপহারের। আজও আমরা বাকি টিকা পায়নি। তবে অন্যান্য সোর্স থেকে আমরা সফল হয়েছি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন আমাদের হাতে পাওয়ার অপেক্ষায় আছে ৩ কোটি চীনের টিকা, ৭ কোটি কোভ্যাক্সের টিকা, ১ কোটি রাশিয়ার টিকা, ৩ কোটি এ্যাট্রাজেনেকার টিকা ও ৭ কোটি জনসনের টিকা।
×