ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা ॥ মাস্টার বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ১৬:০৩, ২৩ জুলাই ২০২১

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা ॥ মাস্টার বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেস্ক ॥ মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে 'ফেরি শাহজালাল' সঠিকভাবে পরিচালনায় ব্যার্থ হওয়ায় ওই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিআইডব্লিউটিসি শুক্রবার (২৩ জুলাই) এ সংক্রান্ত আদেশ জারি করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান। তিনি আরো জানান, নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর পিলারের সঙ্গে ফেরি শাহজালালের সংঘর্ষের বিষয়টি তদন্তের জন্য বিআইডব্লিউটিসির পরিচালক (বানিজ্যিক) এসএম আশিকুজ্জামানকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপর সদস্যরা হলেন- বিআইডব্লিউটিসিএর পরিচালক (নৌ.স ও প) মো. শাহজাহান এবং বিআইডব্লিটিসির এজিএম (মেরিন) আহমেদ আলী ও এজিএম (ইঞ্জিনীয়ারিং) রুবেলুজ্জামান। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে সংস্থার চেয়ারম্যানের কাছে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া করা হয়েছে।
×