ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিরসরাইয়ে স্কুলের নৈশপ্রহরীকে কুপিয়ে জখম

প্রকাশিত: ২০:০০, ২২ জুলাই ২০২১

মিরসরাইয়ে স্কুলের নৈশপ্রহরীকে কুপিয়ে জখম

অনলাইন রিপোর্টার ॥ ফেনীর মিরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়নে নাজিম উদ্দিন (৪২) নামে স্কুলের নৈশপ্রহরীকে কুপিয়ে জখম করেছে তারই এক পূর্ব পরিচিত। বৃহস্পতিবার (২২ জুলাই) ভোরে ওই ইউনিয়নে আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নাজিম জেলার খৈয়াছরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুয়ারু এলাকার শাহজাহান মেম্বার বাড়ির আবুল হোসেনের ছেলে। জানা যায়, গত ১৫ জুলাই গাইবান্ধা থেকে একটি ছাগল আনার জন্য সবুজ নামে এক জনকে পাঁচ হাজার টাকা বিকাশ করেন নৈশপ্রহরী নাজিম। কিন্তু সবুজ কোনো ছাগল এনে দেননি। তার সেই টাকা ফেরত চাইলে এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে বৃহস্পতিবার সকালে নাজিম যখন ফজরের নামাজ আদায় করে স্কুলে তার কক্ষে ঘুমাচ্ছিলেন, তখন সবুজ গিয়ে তাকে কুপিয়ে হাতের দু’টি রগ ও শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। সবুজের বাড়ি গাইবান্ধায়। তিনি মিরসরাইয়ে শ্রমিক হিসেবে কাজ করেন। সবুজ এবং নাজিমের মধ্যে ভালো একটা সুসম্পর্ক রয়েছে। নাজিমকে মালিক বলে সম্বোধন করতেন সবুজ। মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম সরোয়ার উদ্দিন বাংলানিউজকে বলেন, আহত নৈশপ্রহরীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কজেল (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করছি। ঘটনার পর থেকে সবুজ পলাতক রয়েছেন। তবে তাকে আটকের চেষ্টা চলছে।
×