ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুর পৌরসভায় ৫০ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

প্রকাশিত: ১৯:৩৬, ২২ জুলাই ২০২১

মাদারীপুর পৌরসভায় ৫০ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ বিশ্বব্যাপী মহামারী করোনার ভয়াবহতা করোনায় আক্রান্ত মানুষের মাঝে আই.ই.বি ও ম্যাক্স গ্রুপের পক্ষ থেকে মাদারীপুর পৌরসভাকে ৫০টি মেডিকেল অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। আই.ই.বি ও ম্যাক্স গ্রুপের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডারগুলো পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের কুকরাইলস্থ তাঁর নিজ বাসভবনে মাদারীপুর পৌর কর্তৃপক্ষের কাছে এসব অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন তিনি। এ সময় পৌরসভার মেডিকেল অফিসার ডা. হরষিত বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. ইকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বিএমএ‘র সভাপতি ডা. আবদুল বারি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ইরশাদ হোসেন উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাভোকেট এমরান লতিফ, প্রচার সম্পাদক বাবু শরীফ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
×