ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে বাড়িঘর ভেঙে নিহত ১৪

প্রকাশিত: ১৮:৫৭, ২২ জুলাই ২০২১

পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে বাড়িঘর ভেঙে নিহত ১৪

অনলাইন ডেস্ক ॥ গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণের কারণে বাড়িঘর ভেঙে পড়ে পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়া প্রদেশে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া বৃষ্টিপাতের সঙ্গে সংশ্লিষ্ট দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৬ জন। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা মৌসুমী বৃষ্টিপাতে এই হতাহতের তথ্য জানিয়েছেন। খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) বলেছে, প্রদেশের বিভিন্ন এলাকায় টানা বর্ষণ শুরু হয়েছে। এতে ডেরা ইসমাইল খান, হাজারা এবং মালাকান্দ বিভাগের নিম্নাঞ্চল ব্যাপক প্লাবিত হয়েছে। টানা বর্ষণের কারণে এসব এলাকায় চারটি বাড়ি পুরোপুরি এবং অন্য ২১টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পিডিএমএর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অবিরাম মৌসুমী বৃষ্টিপাতের কারণে বাড়ি-ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গত একদিনে ১৪ জনের প্রাণহানি এবং আরও ২৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি বলেন, আক্রান্ত এলাকায় সংশ্লিষ্ট জেলাপ্রশাসন তাদের ত্রাণ তৎপরতা এবং উদ্ধার অভিযানের গতি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ওই এলাকায় পর্যটকদের ভ্রমণের ব্যাপারে প্রয়োজনীয় সতর্কতা জারি রয়েছে। সূত্র: পিটিআই
×