ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিনাজপুরে করোনা ৭ জনের মৃত্যু

প্রকাশিত: ১৮:৪৭, ২২ জুলাই ২০২১

দিনাজপুরে করোনা ৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে আবারও বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬শ’ ১০ জন। এ নিয়ে জেলায় করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২শ’ ৫৭ জন। শনাক্তের হার ৫৮ দশমিক ৬৯ শতাংশ। বৃহস্পতিবার দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন তিনজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন। দিনাজপুর জেলায় হোম আইসোলেশনে রয়েছে ১ হাজার ৩শ’ ৩৪ জন এবং হাসপাতালে উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগী ১শ’ ২০ জনসহ করোনায় ভর্তি রয়েছেন ২শ’ ১৯ জন। বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত ১ হাজার ৪শ’ ৩৩ জন রোগী আছে। উল্লেখ্য, দিনাজপুরে করোনা রোগীর চিকিৎসার জন্যে অক্সিজেন সিলিন্ডার ১ হাজার ২শ’ ৮৫টি এবং জেলায় ১ হাজার ৫শ’ ২৪টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ১৯টি, অক্সিজেন কনসেনট্রেটর ২৮ এবং জেলায় ৬৩টি রয়েছে। করোনা আক্রান্ত ২৭ জনসহ দিনাজপুর জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬শ’ ১০ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ৯শ’ ৫৭ জন।
×