ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহেশখালীতে কোরবানির মাংস নিয়ে ঝগড়া, বিষপানে কিশোর নিহত

প্রকাশিত: ১৫:২৪, ২২ জুলাই ২০২১

মহেশখালীতে কোরবানির মাংস নিয়ে ঝগড়া, বিষপানে কিশোর নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীর ছোট মহেশখালী সিপাহিরপাড়ায় কোরবানির মাংস নিয়ে পরিবারের মধ্যে কথা কাটাকাটির জের ধরে চারজন বিষপান করেছে। তাদের মধ্যে মায়নুর (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার দিবাগত রাত ১২টায় সিপাহিরপাড়ায় ইয়ার মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ার মোহাম্মদের বোনের বাড়ি থেকে কোরবানির মাংস দেয়া হলে সেটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দুপুরে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই স্বামীর সঙ্গে অভিমান করে রাত ১১টায় ঘরের দরজা বন্ধ করে সন্তান রাকিব (৫), নাফিজা (৩), মাইনুর (১৪) ছেলে-মেয়েকে বিষ খাইয়ে দিয়ে নিজেও বিষপান করে মুরশেদা আক্তার। পরে স্থানীয়রা ছেলে-মেয়েদের কান্নাকাটির শব্দ পেয়ে ঘরের সামনে গিয়ে দেখে দরজা বন্ধ। ডাকাডাকি করেও কোন খবর না পেয়ে দরজা ভেঙ্গে চারজনকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মাইনুরকে মৃত ঘোষণা করে। অন্যদেরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মহেশখালী থানার ওসি বলেন, কোরবানির মাংসের জের ধরে একটি পরিবারের সবাই বিষপানের খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
×