ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি করলে ব্যবস্থা : পুলিশ সুপার

প্রকাশিত: ১৯:৪৫, ২১ জুলাই ২০২১

চাঁদপুরে প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি করলে ব্যবস্থা : পুলিশ সুপার

অনলাইন রিপোর্টার ॥ চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেছেন, ঈদে লোকসমাগম ঘটে এমন কোনো কিছু করা যাবে না। বিশেষ করে চাঁদপুর তিন নদীর মোহনা বড়স্টেশন মোলহেডে দর্শনার্থীরা যাতে কোনোভাবেই ভিড় না জমায় এ জন্য সেখানে পুলিশ তৎপর থাকবে পুলিশ। অতি প্রয়োজন ছাড়া কেউ বাইরে ঘোরাঘুরি করলে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (২১ জুলাই) দুপুরে চাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার আরও বলেন, ঈদের দিন চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ছিল। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের পুলিশ সদস্যরা পুরো জেলায় কাজ করছেন। সরকার লকডাউন কিছুটা শিথিল করলেও অযথা বাইরে ঘোরাঘুরি করা যাবে না। বিনোদন কেন্দ্রগুলোতে যাওয়া সম্পূর্ণ নিষেধ। তিনি বলেন, সবাই সরকারের এই নিষেধাজ্ঞা মেনে চলুন। না মানলে আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। ২৩ জুলাই থেকে লকডাউন শুরু হবে। এই পরিস্থিতিতে অযথা কাউকে বের না হওয়ার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা। এর আগে সকালে চাঁদপুর বাবুরহাট পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। নামাজ শেষে তিনি পুলিশ সদস্যদের মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
×