ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত হয়ে ত্রাণ প্রতিমন্ত্রীর ঘরবন্দি ঈদ

প্রকাশিত: ১৮:৩০, ২১ জুলাই ২০২১

করোনায় আক্রান্ত হয়ে ত্রাণ প্রতিমন্ত্রীর ঘরবন্দি ঈদ

অনলাইন রিপোর্টার ॥ টিকার দুই ডোজ নেওয়ার পরও দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ১৪ দিন ধরে আইসোলেশনে রয়েছেন। তাই এবার তার ঈদও কেটেছে বাসায় থেকেই। বুধবার (২১ জুলাই) ঈদুল আজহার দিন তিনি বলেন, আল্লাহর অশেষ রহমত যে, এখনও বেঁচে আছি। দু-একটি ছাড়া মোটামুটি সব উপসর্গ আছে। শরীর খুব দুর্বল। আমার জন্য দোয়া করবেন। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন ডা. এনামুর রহমান। টিকা নেওয়ার ৪১ দিন পর চলতি বছরের ২১ মার্চ করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। চলতি মাসের প্রথম সপ্তাহে তিনি আবারও করোনায় আক্রান্ত হন।
×