ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খুলনার হাসপাতালে করোনায় ৬ জনের মৃত্যু

প্রকাশিত: ১১:৫৯, ২১ জুলাই ২০২১

খুলনার হাসপাতালে করোনায় ৬ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর সরকারী ও বেসরকারী চারটি হাসপাতালে করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (২১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মুতদের মধ্যে খুলনার এক জন, বাগেরহাটের তিনজন, সাতক্ষীরার একজন ও ঝিনাইদহ জেলার একজন। ২০০ শয্যা বিশিষ্ট খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় রেড জোনে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি বাগেরহাটের মোল্লাহাটের বাসিন্দা ছিলেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগী রয়েছেন ১২৭ জন। এর মধ্যে রেড জোনে ৫২ জন, ইয়ালো জোনে ৪১ জন, আইসিইউতে ১৮ জন ও এই্চডিইউতে ১৬ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন ও ডিসচার্জ দেয়া হয়েছে ১২ জনকে। ২৫০ শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে একজন মারা গেছেন। মৃত ব্যক্তি বাগেরহাটের রামপাল উপজেলা এলাকার বাসিন্দা। এ হাসপাতালের করোনা ইউনিটের বেড সংখ্যা ৮০। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন ও ডিসচার্জ দেয়া হয়েছে ১৪ জনকে। ২৫০ শয্যা বিশিষ্ট শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানান, এ হাসপাতালের গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে একজন মারা গেছেন। মৃত ব্যক্তি খুলনা মহানগরীর মিয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। এ হাসপাতালের করোনা ইউনিটের বেড সংখ্যা ৪৫। বর্তমানে ভর্তি রয়েছেন ৪৫ জন। এরমধ্যে আইসিইউতে আছেন ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ছয় জন ও ডিসচার্জ দেয়া হয় তিন জনকে। বেসরকারী গাজী মেডিক্যাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ গাজী মিজানরি রহমান জানান, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে তিন জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীদের একজন বাগেরহাটের মোড়েলগঞ্জের পালেরখন্দ, একজন সাতক্ষীরার আশাশুনি এবং আর একজন ঝিনাইদহ জেলার কালিগঞ্জের মাজদিয়ার অধিবাসী ছিলেন। হাসপাতালটির করোনইউনিটের বেড সংখ্যা ১৫০। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৮জন। এর মধ্যে আইসিইউতে আট জন এবং এইচডিইউতে সাতজন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। বেসরকারী খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক জানান, সেখানে ৮৭ বেডের একটি করোনা ইউনিটে কোভিড আইসিইউ সাতটি এবং এইচডিইউ ছয়টি বেড রয়েছে। গত ২৪ ঘন্টায় এখানে কারও মৃত্যু হয়নি। বর্তমানে করোনা ইউেনিটে ভর্তি রোগী আছেন ৬৩ জন।
×