ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে তিন শতাধিক স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:১১, ২১ জুলাই ২০২১

লক্ষ্মীপুরে তিন শতাধিক স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুর জেলা সদরের অন্যতম ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়, এন আহম্মদিয়া স্কুল ঈদগাহ ময়দানে। লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগ সাধারণ সম্মাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এতে ঈদের নামাজ আদায় করেন। এর আগে তিনি জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং ইতোমধ্যে যারা মৃত্যুবরণ করেন, তাদের রুহের মাগফেরাত কামনা করেন। অপরদিকে জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ জেলা কালেক্টরেট ভবন জামে মসজিদ, পুলিশ সুপার ড.এস.এম কামরুজ্জামান পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। জেলার পাঁচটি উপজেলায় তিন শতাধিক স্থান ঈদগাহ ময়দান এবং মসজিদে পবিত্র ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। প্রত্যেকটি ঈদের জামায়াত শেষে মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা, নিজেদের গুনা মাফ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, দেশ জাতির সমৃদ্ধি ও উন্নতি কামনা করে মহান আল্লাহ্ পাকের দরবারে বিশেষ মোনাজাত করা হয়। আবহাওয়া অনুকুলে থাকায় মানুষ স্বাচ্ছন্নভাবে ঈদের নামাজ আদায় করতে পেরেছে।
×