ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে এশিয়ার রাগবির সভাপতির ধন্যবাদ

প্রকাশিত: ১৮:২০, ২০ জুলাই ২০২১

বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে এশিয়ার রাগবির সভাপতির ধন্যবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ স্মরণীয় কীর্তি গড়েছে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন। অন্যান্য ফেডারেশনগুলো আজ পর্যন্ত যা করেনি বা করার চেষ্টাও করেনি, সেটিই করে দেখিয়েছে তারা। রাগবি খেলাটি শিক্ষা বোর্ডের স্পোর্টস কারিকুলামে অর্ন্তভুক্ত করতে সক্ষম হয়েছে তারা। গত ১৯ জুলাই এশিয়া রাগবির সভাপতি কায়সে আল ঢালাইয়ের সঙ্গে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনির জুমে মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে এশিয়া রাগবির সভাপতি বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে রাগবি খেলাটি শিক্ষা বোর্ডে অর্ন্তভুক্ত করার জন্য ধন্যবাদ জানান এবং এশিয়া রাগবি খেকে ৪০০০ রাগবি বল অনুদান দিয়ে খেলাটির উন্নয়ন ত্বরান্বিত করতে পদক্ষপ গ্রহণ করেন। শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এই অনুদানকে সাধুবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন ২০০৭ সাল থেকে স্কুল-কলেজের ছেলে-মেয়েদের নিয়ে বয়সভিত্তিক রাগবি প্রতিযোগিতা পরিচালিত করে আসছে। যেহেতু বর্ষা-বৃষ্টির মধ্যেও রাগবি খেলা যায় তাই শিক্ষা বোর্ড স্পোর্টস কারিকুলামে এই খেলাটি যুক্ত করেছে, যেন সব মৌসুমে ছেলে-মেয়েরা এই খেলায় যুক্ত থাকতে পারে। এশিয়া রাগবির সভাপতি বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশে রাগবি উন্নয়নের সহযোগিতার প্ৰতিশ্রুতি দেন। জুম মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ এবং প্রধান কার্যনির্বাহী অফিসার নাজমুস সাকিব এবং এশিয়া রাগবি ডিজিটাল মিডিয়া কনসাল্ট খুররাম মনজুর।
×