ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারী চাকরি দেয়ার নামে প্রতারণা ॥ চার প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ০০:৪০, ২০ জুলাই ২০২১

সরকারী চাকরি দেয়ার নামে প্রতারণা ॥ চার প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ সরকারী চাকরি প্রত্যাশীদের প্রলোভন দেখাতে ‘এমভিশন’ নামে একটি কোচিং সেন্টার চালু করেন মোঃ আব্দুল মালেক (৪২)। সেখানে চাকরি প্রার্থীদের মধ্যে জেলা কোটা, প্রতিবন্ধী কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এতিম কোটা, আনসার কোটাসহ বিভিন্ন কোটায় শ্রেণীকরণ করা হতো। এরপর জাল সনদ-সিল ব্যবহার করে সরকারী বিভিন্ন দফতরে চাকরি দেয়ার নামে অসংখ্য মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিত এই প্রতারক। সম্প্রতি প্রতারণার শিকার একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার গভীর রাতে রাজধানীর তেজগাঁওয়ে মনিপুরীপাড়া এলাকা থেকে প্রতারক হোতা মালেকসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত অন্যরা হচ্ছে আব্দুর রাজ্জাক (৫০), আল-আমিন (২৫) ও অবিনাষ (৩২)। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত জাল সনদপত্র ও বিভিন্ন নথিপত্রসহ উদ্ধার করা হয়। সোমবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক।
×