ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভিকারুননিসার অধ্যক্ষের অপসারণ দাবি

প্রকাশিত: ২১:৩২, ২০ জুলাই ২০২১

ভিকারুননিসার অধ্যক্ষের অপসারণ দাবি

স্টাফ রিপোর্টার ॥ ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষের অপসারণ দাবি করেছে অভিভাবক ফোরাম। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ সুজন এ দাবি জানান। তিনি বলেন, ঐতিহ্যবাহী ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজে অবৈধ দখলদার ফখরুদ্দিন বিরিয়ানি হাউস এ্যান্ড ডেকোরেটর অবৈধভাবে গরু-ছাগলের হাট বসায়। সেটি অভিভাবকদের নেতৃত্বে গত শুক্রবার উচ্ছেদ করে দেয়া হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ কামরুন নাহারের মদদে অবৈধ গরু-ছাগলের হাট বসানো হয়েছিল। এ জন্য অধ্যক্ষকে পাঁচ লাখ টাকা দেয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। অধ্যক্ষের অপসারণ দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, কামরুন নাহার যোগদানের পর থেকে কলেজের বাসভবনে থাকলেও তিনি কখনও নিজ অফিসে বসেন না। অভিভাবকরা বিভিন্ন সমস্যা নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেও কারও সঙ্গে দেখা করেন না। ভিকারুননিসার যেসব শিক্ষার্থীর অভিভাবক মারা গেছেন তাদের বিনাবেতনে পড়ানোর প্রস্তাব দেয়া হলেও সে বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেননি অধ্যক্ষ। অভিভাবকরা বলেন, ভিকারুননিসার বেইলি রোড ক্যাম্পাসের মধ্যে ফখরুদ্দিন বিরিয়ানির ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠায় স্কুল এ্যান্ড কলেজ খোলা থাকলে ক্যাম্পাসে ফখরুদ্দিনের ব্যবসা চলে। ১১ নম্বর গেট দিয়ে মেয়েদের প্রবেশ করতে হয়। ফখরুদ্দিন বিরিয়ানির কর্মচারীরা খালি গায়ে ঘোরাফেরা করে। কলেজের মধ্যে এই অবস্থা শিক্ষার্থীদের জন্য বিব্রতকর। আমরা এর অবসান চাই। তিনি যোগদানের পরদিন থেকে গত ৭ মাসের বেশির ভাগ সময় প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন। কোন অভিভাবক/ছাত্রীদের সমস্যা সমাধান করেন না, এমনকি দেখাও করেন না।
×