ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চার দফা দাবি ॥ চার মন্ত্রীর কাছে পত্র হস্তান্তর

প্রকাশিত: ২১:৩২, ২০ জুলাই ২০২১

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চার দফা দাবি ॥ চার মন্ত্রীর কাছে পত্র হস্তান্তর

চলমান ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স হ্রাস করে ৩ বছরে রূপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের আত্মঘাতী উদ্যোগ বন্ধ, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন ও অধিকার হরণ সংক্রান্ত সংজ্ঞা ও বিভিন্ন ধারা/উপধারা সংশোধন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ, সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত সংস্থা, পেট্রোবাংলা কর্পোরেশন ও বিদ্যুত বিভাগের বিভিন্ন কোম্পানিতে ডিগ্রী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অনুপাত ১:৫ রেখে জনকল্যাণে অর্গানোগ্রাম প্রণয়ন, সকল বিদ্যুত কোম্পানিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, পলিটেকনিক ইনস্টিটিউট ও টিভিইটি প্রতিষ্ঠানসমূহের শিক্ষক স্বল্পতা, শ্রেণীকক্ষ, ল্যাব, ওয়ার্কসপ সঙ্কটসহ শিক্ষকদের পদোন্নতি ও স্টেপ প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণ, বেতন ভাতা প্রদান এবং ছাত্র ছাত্রীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধিসহ ২৯টি ইমার্জিং টেকনোলজির বেকার ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের লক্ষ্যে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা গ্রহণের ৪ দফা দাবি বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে ১৯ জুলাই শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গণপূর্ত প্রতিমন্ত্রীর নিকট পত্র হস্তান্তর করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ। সংগ্রাম পরিষদের সদস্য সচিব মির্জা এটিএম গোলাম মোস্তফা ও যুগ্ম আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর নিকট এই পত্র হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম, কামরুজ্জামান নয়ন, মোঃ আব্দুল মান্নান, সৈয়দ মুন্তাসীর হাফিজ, যুগ্ম সদস্য সচিব মোঃ জাফর আলী সিকদার, মমিনুল ইসলাম প্রমুখ। -বিজ্ঞপ্তি
×