ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুর্নীতির অভিযোগে সাধারণ বীমার ব্যবস্থাপক আবুল কাশেম গ্রেফতার

প্রকাশিত: ২১:৩২, ২০ জুলাই ২০২১

দুর্নীতির অভিযোগে সাধারণ বীমার ব্যবস্থাপক আবুল কাশেম গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ বড় ধরনের দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সাধারণ বীমা কর্পোরেশনের এক ব্যবস্থাপককে। ২৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি সাধারণ বীমা কর্পোরেশনের অডিট এ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের ব্যবস্থাপক মোঃ আবুল কাশেমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার রাজধানীর মতিঝিল এলাকা থেকে দুদকের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম তাকে গ্রেফতার করেন। জালিয়াতির মাধ্যমে নথি তৈরি করে বীমা প্রিমিয়ামের প্রায় ২৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আবুল কাশেমের বিরুদ্ধে ২০২০ সালের ৯ নবেম্বর মামলা করে দুদক।
×