ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফাঁসির দন্ডপ্রাপ্ত দুই আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায় স্থগিত

প্রকাশিত: ২১:৩০, ২০ জুলাই ২০২১

ফাঁসির দন্ডপ্রাপ্ত দুই আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায় স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঝাটিবুনিয়া গ্রামের নয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত দুই আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করে দিয়েছে আপীল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে এ বিষয়ে আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ১ আগস্ট দিন নির্ধারণ করেছে আদালত। সোমবার আপীল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসানের আদালত এ আদেশ প্রদান করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ড. মোঃ বশির উল্লাহ। আসামিপক্ষে আইনজীবী ছিলেন এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও মোমতাজউদ্দিন ফকির। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বুখাইতলা বান্ধবপাড়ার হাতেম আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণীর ছাত্রী ৯ বছর বয়সী ফাতেমা আক্তার ইতি হত্যা মামলায় নিম্ন আদালতে ফাঁসির দন্ডপ্রাপ্ত দুই আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। হাইকোর্ট গত ৩০ জুন এক রায়ে মেহেদি হাসান স্বপন (২২) ও সুমন জমাদ্দারকে (২০) খালাস প্রদান করে। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করে। ডেপুটি এ্যাটর্নি জেনারেল ড. মোঃ বশির উল্লাহ জানান, হাইকোর্ট খালাস দিলেও ওই দুই আসামি এখনও কারাবন্দী।
×