ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পশ্চিমবাংলায় বড় বিনিয়োগ করবে টাটা

প্রকাশিত: ১৯:০৬, ১৯ জুলাই ২০২১

পশ্চিমবাংলায় বড় বিনিয়োগ করবে টাটা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পশ্চিম বাংলার মাটিতে ফের বিনিয়োগ করবে টাটা! শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যে তেমন ইঙ্গিতই মিলল। রাজ্যে বড় বিনিয়োগের জন্য টাটার সঙ্গে আলোচনা চলছে বলে সংবাদসংস্থাকে জানিয়েছেন শিল্পমন্ত্রী। উল্লেখ্য, ১৩ বছর আগে সিঙ্গুরে টাটার ন্যানো গাড়ি তৈরির কারখানা ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জেরে শেষ পর্যন্ত এ রাজ্য থেকে পাততাড়ি গোটাতে বাধ্য হয়েছিল টাটা। ১৩ বছর পর রাজ্যে শিল্পের জন্য ফের টাটাকেই স্বাগত জানাচ্ছে তৃণমূল সরকার, যা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, 'টাটাদের সঙ্গে আমাদের কখনই শত্রুতা ছিল না। ওদের বিরুদ্ধে আমরা লড়াই করিনি। দেশের অন্যতম সেরা ও বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান ওরা। টাটাকে দোষ দিয়ে লাভ নেই'। সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ টেনে পার্থ আরও বলেছেন, 'বাম সরকারের সঙ্গে সমস্যা ছিল। জোর করে জমি অধিগ্রহণের নীতি নেওয়া হয়েছিল। বাংলায় বিনিয়োগ করতে টাটার জন্য বরাবর দরজা খোলা রয়েছে। ওদের স্বাগত'। কলকাতায় আরও একটি টাটা সেন্টার তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। এই প্রসঙ্গে পার্থ জানান, টাটা মেটালিকস, টাটা সেন্টার, টিসিএস রয়েছে। কিন্তু, যদি ওরা অন্যান্য সেক্টরে বড় বিনিয়োগ করতে চায়, তাহলে কোনও সমস্যা নেই। আমাদের আইটি সচিব সম্প্রতি জানিয়েছেন, টাটা সেন্টার তৈরির ব্যপারে ওরা আগ্রহী'। প্রসঙ্গত, ২০০৬ সালে ২নং জাতীয় সড়ক সংলগ্ন সিঙ্গুরে ৯৯.১১ একর জমি অধিগ্রহণ করেছিল তৎকালীন বাম সরকার। ওই জমি টাটা মোটরসের হাতে তুলে দেওয়া হয়। সেই সময় বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৪৭ একর চাষযোগ্য জমি ফেরতের দাবিতে ২৬ দিনের অনশনে বসেছিলেন মমতা।
×