ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উচ্চ শিক্ষার মান উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার আহ্বান মোমেনের

প্রকাশিত: ০০:৪৭, ৭ জুলাই ২০২১

উচ্চ শিক্ষার মান উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার আহ্বান মোমেনের

জনকণ্ঠ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন মঙ্গলবার বিভিন্ন ক্ষেত্রে এশিয়ার দেশগুলোতে দক্ষ পেশাজীবীদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে উচ্চ শিক্ষার মান উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি এ খাতে আরও বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। খবর বাসসর। তিনি আরও বলেন, ‘আমাদের দিক থেকে, ভবিষ্যতে উন্নত মানসম্মত শিক্ষার ক্ষেত্রে সার্ক, বিমসটেক ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর আঞ্চলিক অংশীদারিত্ব ও পারস্পারিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘সিগনিফিক্যান্স অব রিজিওনাল কো-অপারেশন টু এনসিউর দ্য কোয়ালিটি এ্যাস্যুরেন্স ইন হাইয়ার এডুকেশন ২০২১’ শীর্ষক এক ভার্চুয়াল আন্তর্জাতিক সিম্পোজিয়ামে বক্তব্য প্রদানকালে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। ড. মোমেন বলেন, বাংলাদেশের বর্তমান সরকার উচ্চ শিক্ষার উন্নয়নে যে কোন ধরনের আঞ্চলিক সহযোগিতা ও অংশীদারিত্বে আন্তরিকতার সঙ্গে যোগ দিতে প্রস্তুত রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বায়নের এই যুগে, পারস্পরিক স্বার্থে ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে একসঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ‘আমাদের অবশ্যই ভুলে গেলে চলবে না যে, আমরা অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল, জটিল ও হাইপার-কানেকটেড বিশ্বে বাস করছি। আমরা যে যেখানেই থাকি না কেন- কারও সহযোগিতা ছাড়া একা একাই নিজের উন্নয়ন করতে পারব না।’
×