ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দলে ‘ছারপোকা’ নেয়া হবে না ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০০:৪৬, ২৫ জুন ২০২১

দলে ‘ছারপোকা’ নেয়া হবে না ॥ তথ্যমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দলে এমন কাউকে নেয়া যাবে না, যারা ছারপোকার মতো দল কেটে ফেলে। তিনি বলেন, একটি শক্তিশালী ঘরের মধ্যে যদি একটি পিলারে পোকা লাগে, তাহলে সেই ঘর কিন্তু নড়বড়ে হয়ে যায়। সুতরাং দলকে শক্তিশালী করতে হলে আমাদের দলের মধ্যে এমন কাউকে নেয়া যাবে না, যারা ছারপোকার মতো দল কেটে ফেলে। খবর বাসসর। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে। হাছান মাহমুদ বলেন, ‘আজকে যে সরকার সেটা আওয়ামী লীগের নেতৃত্বে সরকার, সরকারের নেতৃত্বে আওয়ামী লীগ নয়, সুতরাং দল যেন সরকারের মধ্যে ঢুকে না যায়, সেটি মাথায় রাখতে হবে। দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে। ক্ষমতায় থাকলে দায়িত্ববান হতে হয়, আমাদেরও অন্য রাজনৈতিক দলের চেয়ে অনেক দায়িত্ববান হতে হবে।’ দেশ পরিবর্তনে ক্ষমতার ধারাবাহিকতা থাকতে হয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা যদি এশিয়ার বিভিন্ন দেশের দিকে তাকাই তাহলে সেটি দেখতে পাই। ষাটের দশকে স্বাধীনতা অর্জনের পর সিঙ্গাপুরে একই দল এখনও রাষ্ট্র চালাচ্ছে। মালয়েশিয়ায় স্বাধীনতা অর্জনের পর দীর্ঘ ৫০ বছর একই দল রাষ্ট্রক্ষমতায় ছিল, এখনও আছে। আজকে আমরা সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বদলে যাওয়ার গল্প শুনি। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহতভাবে দেশ পরিচালনার সুযোগ পান, তাহলে এখন যেমন বাংলাদেশের বদলে যাওয়ার গল্প পৃথিবী শুনছে, এই গল্পের আওয়াজ আরও বেশি শুনবে।’ হাছান মাহমুদ বলেন, ১৯৭৫ সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তখন বাংলাদেশে জিডিপি গ্রোথ রেট ছিল ৭.৪, বঙ্গবন্ধুকে হত্যার ৪০ বছরে সেটি আমরা অতিক্রম করতে পারিনি। ২০১৬-১৭ অর্থবছরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেটি আমরা অতিক্রম করেছি। তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, তখন সিঙ্গাপুর আস্তে আস্তে মাথা উঁচু করছে, আর দক্ষিণ কোরিয়া ছিল আমাদের চেয়ে দরিদ্র জনপদ, আশির দশকের শেষ পর্যন্ত মালয়েশিয়ার শিক্ষার্থীরা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করতে আসত। ’৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে সিঙ্গাপুর, কোরিয়া কিংবা মালয়েশিয়ার অনেক আগেই বাংলাদেশ হতো উন্নত দেশ।
×