ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হেফাজতের হরতালে নাশকতা ॥ স্বীকার করলেন মুফতি বশিরুল্লাহ

প্রকাশিত: ০০:৩৪, ২৫ জুন ২০২১

হেফাজতের হরতালে নাশকতা ॥ স্বীকার করলেন মুফতি বশিরুল্লাহ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ করে গাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা হেফাজতের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুফতি বশিরুল্লাহ। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামানের আদালতে এ জবানবন্দী প্রদান করেন মুফতি বশিরুল্লাহ। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান বলেন, আদালতে স্বীকারোক্তি দেয়ার পর মুফতি বশিরউল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মুফতি বশিরুল্লাহ হরতালে তাণ্ডব পরিচালনাকারী উল্লেখযোগ্য কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতাদের নাম প্রকাশ করে আদালতে স্বীকারোক্তি প্রদান করেছেন। তিনি আরও কিছু চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছেন। যা যাচাই-বাছাই করছে পুলিশ। জ্বালানি তেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার ॥ এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় (চিটাগাং রোড) এলাকায় অভিযান চালিয়ে জ্বালানি তেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃতরা হলো- মোঃ বাহাউদ্দিন ওরফে বাতেন (৪৮) ও মোঃ আঃ সাত্তার ওরফে সোহাগ (৩৮)। উক্ত অভিযানে সাড়ে ১৩ হাজার লিটার চোরাই জ্বালানি তেলের উপজাত পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ন্যাপথা ও ১টি ট্যাঙ্ক লরি জব্দ করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার রাত দেড়টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
×