ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্যাঙ্কলরির ধাক্কায় পোশাক শ্রমিক আহতের জের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন ঘণ্টার অবরোধ ॥ বিক্ষোভ, যানজট

প্রকাশিত: ০০:০৮, ২৫ জুন ২০২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন ঘণ্টার অবরোধ ॥ বিক্ষোভ, যানজট

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দরের কামতাল এলাকায় বৃহস্পতিবার বেলা ২টায় দ্রæতগামী একটি ট্যাঙ্কলরি অপর একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সায় থাকা টোটাল ফ্যাশন কারখানার ৫ শ্রমিক আহত হয়। আহত ৫ শ্রমিকের মধ্যে শফিকুল(২০)ও জাহিদকে(৩২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ওই কারখানার শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে শ্রমিকদের দাবিদাওয়া পূরণের আশ্বাস দিলে বিকেল সাড়ে ৫টায় শ্রমিকরা অবরোধ তুলে নেয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও শ্রমিকরা জানায়, বৃহস্পতিবার বেলা ২টায় স্থানীয় টোটাল ফ্যাশন কারখানার ৫ শ্রমিক দুপুরের খাবার খেয়ে লাঙ্গলবন্দ থেকে ব্যাটারি চালিত অটোরিক্সায় কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কামতাল এলাকায় একটি ট্যাঙ্কলরি শ্রমিকবাহী অটোরিক্সাকে পেছনের দিক থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে আহত হন অটোরিক্সায় থাকা কারখানার ৫ শ্রমিক। তাদের মধ্যে শফিকুল ও জাহিদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শফিকুলকে আইসিইউতে রাখা হয়েছে। সাইফুল নামে অপর এক শ্রমিককে স্থানীয় একটি হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এ খবর ওই কারখানায় ছড়িয়ে পড়লে এ ঘটনার প্রতিবাদে বেলা আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বিক্ষুব্ধ শ্রমিকরা। শ্রমিকদের অবরোধের কারণে বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে মহাসড়কের উভয়পাশে রোগীবাহী এ্যাম্বুলেন্স, যাত্রীবাহী মাইক্রোবাস ও পণ্যবাহী কয়েক শ’ গাড়ি আটকা পড়ে। ঘটনার পর পরই বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, সহকারী কমিশনার(ভূমি) আসমা সুলতানা নাসরিন, বন্দর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিতে শ্রমিকদের অনুরোধ করেন। কিন্তু শ্রমিকরা আহতদের ক্ষতিপূরণ ও গার্মেন্টসের পূর্বদিকে একটি গেট খুলে দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচীতে অনড় থাকেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এ্যাম্বুলেন্স চালক কবির হোসেন জানান, তিনি চাঁদপুর থেকে রোগী নিয়ে ঢাকার একটি হাসপাতালে যাচ্ছিলেন। রোগীর অবস্থা খুব খারাপ। কিন্তু রাস্তা অবরোধের কারণে হাসপাতালে যেতে বিলম্ব হয়েছে। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার জানান, লাঙ্গলবন্দ থেকে ব্যাটারি চালিত অটোরিক্সাযোগে ৫ শ্রমিক কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় কামতাল এলাকায় একটি ট্যাঙ্কলরি শ্রমিকবাহী অটোরিক্সাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে আহত হন অটোরিক্সায় থাকা ৫ শ্রমিক। তাদের মধ্যে দুই শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, সড়ক দুর্ঘটনায় টোটাল ফ্যাশন কারখানার শ্রমিক আহত হওয়ার প্রতিবাদে ও গার্মেন্টসের পূর্বদিকে একটি গেট খুলে দেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে গেটটি খুলে দেয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এ সময় মহাসড়কে ২ ঘণ্টা অবরোধ ছিল।
×