ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাময়িক বরখাস্ত দুদক পরিচালকের জামিন আবেদন খারিজ

প্রকাশিত: ০০:০৪, ২৫ জুন ২০২১

সাময়িক বরখাস্ত দুদক পরিচালকের জামিন আবেদন খারিজ

স্টাফ রিপোর্টার ॥ ঘুষ কেলেঙ্কারির মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এদিকে রাজধানীর নর্থ রোডের ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের মামলায় বরখাস্ত কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজনস) পার্থ গোপাল বণিকের জামিন বাতিল চেয়ে আপীল করবে দুর্নীতি দমন কমিশন। এদিকে স্ত্রী হত্যা মামলায় ১৭ বছর আগে হাইকোর্ট থেকে কিশোরগঞ্জের নজরুল ইসলামের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। ফলে মানসিক রোগী বিবেচনায় নজরুলের খালাসের রায় বহালই থাকছে। বৃহস্পতিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। ঘুষ কেলেঙ্কারির মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। গত ২৯ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম তার জামিন আবেদন খারিজ করেন। এই খারিজাদেশের পর ১৬ জুন হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন খন্দকার এনামুল বাছির। ২০১৯ সালের ২২ জুলাই রাত পৌনে ১১টার দিকে দুদকের পরিচালক ফানাফিল্যার নেতৃত্বে দুদকের একটি টিম মিরপুরের দারুস সালাম এলাকা থেকে এনামুল বাছিরকে গ্রেফতার করে। পার্থ গোপালের জামিন স্থগিত চেয়ে আবেদন করবে দুদক ॥ ৮০ লাখ টাকাসহ হাতেনাতে গ্রেফতারের ঘটনায় বরখাস্ত হওয়া ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিকের জামিন স্থগিত চেয়ে আবেদন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী রবিবার হাইকোর্টে পার্থ গোপাল বণিকের জামিন স্থগিত চেয়ে আবেদন করা হবে। হাইকোর্টকে পাশ কাটিয়ে তাকে অনেকটা গোপনে জামিন দেয়ার ঘটনায় আলোচনা সমালোচনার মধ্যেই দুদক জামিন স্থগিত আবেদনের ঘোষণা দিল। আপীলেও খালাস পেলেন নজরুল ইসলাম ॥ স্ত্রী হত্যা মামলায় ১৭ বছর আগে হাইকোর্ট থেকে কিশোরগঞ্জের নজরুল ইসলামের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ।
×