ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাবি বাজেট পাস ॥ কমেছে আকার, বেড়েছে গবেষণা খাতে বরাদ্দ

প্রকাশিত: ২৩:৫৪, ২৫ জুন ২০২১

ঢাবি বাজেট পাস ॥ কমেছে আকার, বেড়েছে গবেষণা খাতে বরাদ্দ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরে ৮৩১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট পাস হয়েছে যা বিগত অর্থবছরের তুলনায় প্রায় ৩৭ কোটি ৭৭ লাখ টাকা কম। মোট ব্যয়ের ৭৩.৫৭ ভাগ যাবে বেতন, বাতা ও পেনশন খাতে। তবে গত অর্থবছরের তুলনায় এবার গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে সিনেটের বার্ষিক অধিবেশনে এই বাজেট পাস হয়। অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের সংশোধিত এবং ২০২১-২২ অর্থবছরের মূল বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। বাজেটের ৬৯৬ কোটি ৫৪ লাখ টাকা দিবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ৬৫ কোটি টাকা। ফলে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৭০ কোটি ২৫ লাখ টাকা। বাজেট বরাদ্দের বেশিরভাগ অংশই ব্যয় হবে বেতন, ভাতা ও পেনশন খাতে। এ খাতে ব্যয় হবে ৬১১ কোটি ৮৯ লাখ ৬৫ হাজার টাকা। এছাড়াও পণ্য ও সেবা বাবদ ১৬৮ কোটি ৮ লাখ ৩৫ হাজার টাকা, মূলধন খাতে ২১ কোটি ৬৯ লাখ টাকা এবং অন্যান্য অনুদান খাতে ১৯ কোটি ১২ লাখ টাকা ব্যয় হবে।
×