ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনাকালে সামাজিক দূরত্ব

প্রকাশিত: ২৩:৫৪, ২৫ জুন ২০২১

করোনাকালে সামাজিক দূরত্ব

* করোনা মহামারী আমাদের জীবন ভঙ্গিমা অনেকখানি পাল্টে দিল। * আমরা সমাজবদ্ধ মানুষ। বহুদিন ধরে যে সামাজিক ও স্নেহময় স্পর্শগুলো আয়ত্ত করেছিলাম- করমর্দন, আলিঙ্গন ইত্যাদি সব আজ নিষিদ্ধ প্রায়। উপায়ও নেই । সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়া মহামারী ঠেকানোর কোন উপায় যে নেই। * তবে একথা সত্যি এসব সামাজিক ও আবেগ সঞ্জাত আদান-প্রদানগুলো মানবিক উপাদানের অংশ। * আদান-প্রদানহীনতা নিশ্চিতভাবে বলা যায় মানুষের মনের উপর খুব খারাপ প্রভাব ফেলবে। * কবে করোনা চলে যাবে, কবে আবার সামাজিক আদান-প্রদান পদ্ধতি ফিরে আসবে সেই অপেক্ষায় থাকতে হবে। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×