ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

‘পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়’

প্রকাশিত: ২৩:৪৯, ২৫ জুন ২০২১

‘পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়’

স্টাফ রিপোর্টার ॥ জীবন যখন ঝুঁকির সম্মুখীন সংস্কৃতিচর্চা তখন বড্ড মলিন। দেশের শিল্প-সংস্কৃতির স্রোতধারায় এখন তাই ভাটার টান দৃশ্যমান। সেই সুবাদে স্বাস্থ্য সুরক্ষার তাগিদেই বন্ধ রয়েছে উন্মক্ত কিংবা মিলনায়তনকেন্দ্রিক সঙ্গীতাসর থেকে নৃতানুষ্ঠান কিংবা তারুণ্যের কোলাহলময় কনসার্ট। তবে এই সীমিত পরিসরের সময়েও একেবারে থেমে যায়নি সংস্কৃতির গতিধারা। খুঁজে নিয়েছে বিকল্প পথরেখা। সরাসরি দর্শককে সঙ্গী করে অনুষ্ঠানের পরিবর্তে অন্তর্জালে অনুষ্ঠিত হচ্ছে নাচ-গান, কবিতানির্ভর নানা আয়োজন। ঘরে বসেই সংস্কৃতি অনুরাগী শ্রোতারা উপভোগ করছেন ভার্চুয়াল সেসব অনুষ্ঠান। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে তেমনই এক সঙ্গীতাসরের আয়োজন করেছে বাংলাদেশ সঙ্গীত সংগঠন পরিষদ। রাজধানীর ৪০টি সঙ্গীত দলের প্রতিনিধিত্বশীল শিল্পীবৃন্দ অংশ নিচ্ছেন এই অনলাইন সঙ্গীতাসরে। এছাড়া সাতদিনের আয়োজনে গানের সঙ্গে কথনে অংশ কণ্ঠশিল্পী, গীতিকবি, চিত্রশিল্পীসহ নেবেন সাত গুণীজন। পরিষদের ফেসবুক পেজে প্রতিদিন রাত সাড়ে আটটায় সম্প্রচারিত হচ্ছে এ অনুষ্ঠান। ‘সঙ্গীত হোক বৈশি^ক মহামারী নির্মূলের হাতিয়ার’ ¯েøাগানে ২১ জুন থেকে সূচনা হওয়া সপ্তাহব্যাপী সঙ্গীতানুষ্ঠানের চতুর্থ দিন বৃহস্পতিবার। রবীন্দ্র-নজরুলের গানসহ নানা ধারার গানে নিয়ে সাজানো এই সঙ্গীতায়োজনে এদিন পরিবেশিত হয় আধুনিক গান। আর করোনাকালের অস্থির সময়ে সেই গানের সুরে শ্রোতারা খুঁজে নিয়েছেন প্রশান্তির অনুভব। সঙ্গীত ভবনের শিল্পী অলিরায় ভৌমিকের পরিবেশনার শুরুতেই বেছে নেন কালজীয় সেই গানের সুরÑ পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়/খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর ...। এরপর পরিবেশন করেন ‘গান হারালাম তোমার মাঝে’ শীর্ষক সঙ্গীত। মহীরুহ সঙ্গীত দলের শিল্পী শ্রাবণী গুহ রায় পরিবেশন করেন ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’ ও ‘চঞ্চল হাওয়ারে ধীরে ধীরে’ শিরোনামের গান। কালজয়ী শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সুরকে সঙ্গী করে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার প্রতিনিধিত্বশীল শিল্পী আব্দুর রশিদ শুনিয়েছেন দুটি সঙ্গীত। তার গাওয়া গানগুলোর শিরোনাম ছিল ‘বাঁশি কেন কাঁদে সে কি জানে’ ও ‘যেতে যেতে কিছু কথা’। রবিরশ্মির শিল্পী শাহনাজ সিদ্দিকী নাজের কণ্ঠে গীত হয় ‘আমার মন বলে তুমি আসবে’ ও ‘গান হয়ে এলে মন যেন’ শিরোনামের সঙ্গীত। নন্দনের শিল্পী শ্রেয়সী রায় শুনিয়েছেন ‘সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে’ ও ‘তুমি আছো বলে’ শিরোনামের গান। সঙ্গীত দল গানের খেয়ার শিল্পী উদ্ধৃতি দাশ গেয়েছেন ‘খোলা জানালায় চেয়ে দেখি’ ও ‘একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে’ শীর্ষক সঙ্গীত। গীতাঞ্জলির প্রতিনিধিত্বকারী শিল্পী মতিউর রহমানের গাওয়া গানের শিরোনাম ছিল ‘ভালবাসার মূল্য কত সে তো’ ও ‘চলো না দীঘার সৈকত ছেড়ে’। এদিনের আলোচনায় অংশ নেন প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদ সেলিম। আজ শুক্রবার এই সঙ্গীতাসরের পঞ্চম দিনে পরিবেশিত হবে দেশপ্রেমের গান। পরিবেশনায় অংশ নেবেন সঞ্চিতা দত্ত, সৃজ্যোতি রায়, পরেশ ভৌমিক, বিপ্লব কুমার ভক্ত, মৌমিতা পাল, নদী ইসলাম ও শিল্পী চট্টোপাধ্যায়।
×