ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কর না বাড়িয়ে আয়বর্ধক প্রকল্পের ওপর জোর দিচ্ছে চসিক

প্রকাশিত: ২৩:৪০, ২৫ জুন ২০২১

কর না বাড়িয়ে আয়বর্ধক প্রকল্পের ওপর জোর দিচ্ছে চসিক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সিটি কর্পোরেশনকে নাগরিকদের কাছ থেকে পাওয়া কর দিয়েই চলতে হয়। কিন্তু এই আয় দিয়ে সেবার পরিধি বাড়ানো কিছুতেই সম্ভব নয়। তাই নিজস্ব ভ‚-সম্পত্তিতে আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। কোন এলাকায় কী ধরনের প্রকল্প করা যায় সেজন্য কাউন্সিলরদের মতামতকে প্রাধান্য দেয়া হবে। চসিকের অব্যবহৃত ভ‚-সম্পত্তিতে একাধিক বিনিয়োগ প্রস্তাবনা এসেছে। এসব প্রস্তাবনা যথাযথ কিনা তা বিশেষজ্ঞদের মতামত নিয়ে যাচাই-বাছাই করে সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের অনুমতি দেয়া হবে। বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৬ষ্ঠ পরিষদের পঞ্চম সাধারণ সভায় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে কথাগুলো বলেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, নতুন করের হার বৃদ্ধি করা হবে না। তবে কর আদায়ের আওতা ও পরিধি বাড়ানো হবে। কোন ভবন দুইতলা থাকা অবস্থায় যে কর দিত এখন যদি তিন তলা, চার তলা বা বহুতল হয়ে যায় তাহলে বর্ধিত অংশের জন্য কর ধার্য কোনভাবে অযৌক্তিক হয় না। মেয়র আরও বলেন, চট্টগ্রামে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ও বর্জ্য থেকে বিদ্যুতসহ নিত্য ব্যবহার্য পণ্য রূপান্তরেও কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছেন। তাদের প্রস্তাব বিবেচনাধীন।
×