ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আরও ৮১ জনের মৃত্যু

করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে

প্রকাশিত: ২৩:৩২, ২৫ জুন ২০২১

করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আগের দিনের চেয়ে মৃত্যু কমলেও, নতুন রোগী শনাক্ত বেড়েছে। নতুন করে ৮১ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৮ জনের। যা গত ৭২ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। তবে আগের দিনের তুলনায় নমুনা সংগ্রহের বিপরীতে করোনা শনাক্তের হার প্রায় এক শতাংশ কমেছে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত বুধবার ৮৫ জনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয়েছিল ৫ হাজার ৭২৭ জনের। করোনা শনাক্তের হার ছিল ২০ দশমিক ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টার চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল গত ১২ এপ্রিল। সেদিন করোনা শনাক্ত হয়েছিল ৭ হাজার ২০১ জনের। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩০ হাজার ৩৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ৯৩ শতাংশ। বুধবার নমুনা সংগ্রহের বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ২০ দশমিক ২৬ শতাংশ। দেশে এ পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ লাখ ৭২ হাজার ৯৩৫। মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৮৬৮ জনের। সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৪ হাজার ৭৮৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩০ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৫৫ জন ও নারী ২৬ জন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৩ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এরপর রাজশাহী বিভাগে ২০ জন, ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ৭ জন, সিলেটে ৫ জন, ময়মনসিংহ ও বরিশালে ৩ জন করে মৃত্যু হয়। রাজধানীসহ ঢাকা বিভাগে বৃহস্পতিবারে মোট ১২ হাজার ১৫৮টি নমুনার বিপরীতে ১৫৭২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১২ দশমিক ৯২ শতাংশ। ময়মনসিংহ বিভাগে ৮৯৫টি নমুনার বিপরীতে মোট ১৫১জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ শতাংশ। চট্টগ্রাম বিভাগে ৩২১১টি নমুনার বিপরীতে মোট ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ০২ শতাংশ। রাজশাহী বিভাগে মোট ৫৮৬৫ জনের নুমনা সংগ্রহ করে মোট ১০১৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হারের দিক দিয়ে যা দাঁড়িয়েছে ১৭ দশমিক ৩৫ শতাংশে। রংপুর বিভাগে করোনা পরীক্ষা হয় ২২২৭ জনের। এতে নতুন রোগী শনাক্ত হয় ৮৪৩ জনের। করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৮৫ শতাংশ। খুলনা বিভাগে মোট ২৪০৬ জনের করোনা পরীক্ষা করা হয়, এর বিপরীতে শনাক্ত হয়েছে ৯১৭ জনের। করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৮ দশমিক ১১ শতাংশ। বরিশাল বিভাগের করোনা পরীক্ষা হয়েছে মোট ৩৮৭ জনের। এতে করোনা শনাক্ত হয়েছে ১২২ জনের। শনাক্তের হার ৩১ দশমিক ৫২ শতাংশ। সিলেট বিভাগের করোনা পরীক্ষা হয়েছে মোট ৫৯৪ জনের। মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১২৫ জনের। করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ২১ দশমিক ০৪ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোন দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কিনা, তা বোঝার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোন দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।
×