ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে আক্রান্তের নতুন রেকর্ড ॥ নতুন শনাক্ত ৪৮৩, মৃত্যু ৩

প্রকাশিত: ১৬:৩৭, ২৪ জুন ২০২১

দিনাজপুরে আক্রান্তের নতুন রেকর্ড ॥ নতুন শনাক্ত ৪৮৩, মৃত্যু ৩

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুওে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের হার। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪শ’ ৮৩ জন। জেলায় এই প্রথম এতজনের করোনা শনাক্ত হলো। এর আগে গত ১৭ জুন জেলায় ২শ’ ৭৫ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়, যা ছিল তখন পর্যন্ত সর্বোচ্চ। আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. শাহ মো. এজাজ-উল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলায় ১ হাজার ২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪শ’ ৮৩ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। সে হিসেবে আক্রান্তের হার ৪৮ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ৩শ’ ১৩, হাকিমপুরে ৪৮, বিরামপুরে ৪২, বোচাগঞ্জে ২০, পার্বতীপুরে ১৬, বীরগঞ্জে ১০, নবাবগঞ্জে ১০, চিরিরবন্দরে নয়, ফুলবাড়ীতে সাত, বিরলে পাঁচ, খানসামায় দুই ও কাহারোল উপজেলায় এক জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় দিনাজপুর সদর উপজেলায় তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট ১শ’ ৫৮ জনের মৃত্যু হলো।
×