ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

প্রকাশিত: ০০:৩২, ২৪ জুন ২০২১

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

শাকিল আহমেদ মিরাজ ॥ একটা ফাইনাল, দুই বছরেরও বেশি সময়ের অপেক্ষা। করোনাকালে ঘটে যাওয়া অপ্রত্যাশিত সব ঘটনার পর পূর্ণতা পেল ক্রিকেটের নতুন এ আয়োজন। রাঘব-বোয়ালদের টেক্কা দিয়ে প্রথম আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল নিউজিল্যান্ড। সাউদাম্পটনে বৃষ্টি আর পেসারদের দাপট এবং নাটকীয়তায় ভরপুর ফাইনালে বিরাট কোহলিদের ৮ উইকেটে হারিয়ে আভিজাত্যের আঙিনায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়ল কেন উইলিয়ামসনের দল। প্রথম ইনিংসে ২১৭-এর পর ভারতের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৭০ রানে। স্বপ্নের ট্রফি উঁচিয়ে ধরতে আগের ইনিংসে ২৪৯ রান করা কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৩৯। বুধবার ম্যাচের অতিরিক্ত অর্থাৎ ষষ্ঠ দিনের শেষ বেলায় ৪৫.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড (১৪০/২)। রস টেইলর ৪৭ এবং ৫২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক উইলিয়ামসন। বৃষ্টির দাপটে শুরু হয়েছিল টেস্টের ফাইনাল। যেখানে প্রথম দিনে টস পর্যন্ত হতে পারেনি। দ্বিতীয় দিন টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। বাকি কাজটা করেন বোলাররা। টেস্টে প্রথম ইনিংস যে কতটা ফ্যাক্টার সেটি আরও একবার দেখল বিশ্ব ক্রিকেট। কিউই পেস তাণ্ডবে দিশেহারা ভারত ৯২.১ ওভারে গুটিয়ে যায় ২১৭ রানে। সর্বোচ্চ ৪৯ রান করেন সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে। দ্বিতীয় সর্বোচ্চ অধিনায়ক বিরাট কোহলির ৪৪। রোহিত শর্মা ৩৪, শুভমান গিল ২৮, রবিন্দ্র জাদেজা ১৫ ও রবিচন্দ্রন আশ্বিন করেন ২২ রান। কিউইদের হয়ে জেমিসন ৫, ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়াগনার নেন দুটি করে উইকেট। বৃষ্টিতে চতুর্থ দিনের পুরো খেলা পরিত্যক্ত হলে মনে হচ্ছিল ড্র-ই হতে যাচ্ছে শেষ পরিণতি, অথচ পঞ্চম দিনে বদলে যায় দৃশ্যপট। যখন জবাব দিতে নেমে এক পর্যায়ে ১৩৫ রানে পঞ্চম এবং ১৬২ রানে ষষ্ঠ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপরও ৯৯.২ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৯ রান করা কিউরা পেয়ে যায় ৩২ রানের লিড। ডেভন কনওয়ে ৫৪, অধিনায়ক উইলিয়ামসন ৪৯ এবং শেষ দিকে কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন ও টিম সাউদির যথাক্রমে ১৩, ২১ ও ৩০ রান বড় ভূমিকা রাখে। মোহাম্মদ শামি ৪, ইশান্ত শর্মা ৩, রবিচন্দ্রন আশ্বিন ২ ও রবিন্দ্র জাদেজা নেন ১ উইকেট। ২ উইকেটে ৬৪ রান নিয়ে মঙ্গলবার অতিরিক্ত অর্থাৎ ষষ্ঠ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। তখনও হয়ত অনেকে ভেবেছিলেন ড্র হতে যাচ্ছে টেস্ট। কারণ ক্রিজে ছিলেন সুপার কোহলি ও টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পুজারা। প্রয়োজন ছিল কেবল মাটি কামড়ে সময় পার করা। কিন্তু এবারও কিউই পেসারদের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়ে মোড়লদের লাইনআপ। ১৭০ রানে অলআউট ভারতের আয়ু ছিল ৭৩ ওভার। ১৩ রান করা কোহলি এবারও জেমিসনের শিকার। সর্বোচ্চ ৪১ রান আসে ঋষভ পন্থের ব্যাট থেকে। রোহিত ৩০, পুজারা ১৫ ও রবিন্দ্র জাদেজা করেন ১৬ রান। ১৫ রান করা রাহানে ফেরার পর ৪ উইকেটে ১০৯ থেকে আর ৬১ রান যোগ করতে শেষ ৬ উইকেট হারায় ভারত! টিম সাউদি ৪, ট্রেন্ট বোল্ট ৩ ও জেমিসন নেন ২ উইকেট। কোহলিরা যখন সবাই সাজঘরে খেলা শেষের আয়ু তখন ৩ ঘণ্টা। স্বপ্নপূরণে ৫৩ ওভারে নিউজিল্যান্ডের চাই ১৩৯ রান। উন্মাদনার ফাইনালে সে লক্ষ্য ছুঁয়ে আজ টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন কেন উইলিয়ামসনের দল।
×