ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিইসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০০:০৩, ২৪ জুন ২০২১

পিইসি পরীক্ষার প্রস্তুতি

প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ ডেমরা, ঢাকা ই-মেইল: সধংযঁফ.শযধহ.ফঢ়ংপ@মসধরষ.পড়স ১৬। রম্বসের কর্ণদ্বয় রম্বসকে কয়টি সমান অংশে ভাগ করে? ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি ১৭। সামান্তরিক ও রম্বসের মধ্যে নিচের কোন সাধারণ বৈশিষ্ট্যটি বিদ্যমান? ক.সবগুলো বাহু সমান খ. কোণগুলো সমকোণ গ. বিপরীত কোণগুলো অসমান ঘ. কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করে ১৮। চতুর্ভুজের ২টি কোণের মান ১৬০ হলে অন্য কোন দুইটির মান কত? ক. ১৫০ খ. ১৯০ গ. ২০০ ঘ. ২১০ ১৯। চতুর্ভুজের একটি কোণ ৬০ হলে, অপর তিনটি কোণের যোগফল কত? ক. ১৮০ খ. ২৭০ গ. ৩০০ ঘ. ৩২০ ২০। ৫ সে.মি. ব্যাসবিশিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধ কত? ক. ২ সে.মি. খ. ২.৫ সে.মি. গ. ৩ সে.মি. ঘ. ৩.৫ সে.মি. ২১। একটি বৃত্তের ব্যাসার্ধ ৩ সে.মি. হলে, ব্যাস কত সে.মি হবে? ক. ৩ সে.মি খ. ৪ সে.মি. গ. ৫ সে.মি. ঘ. ৬ সে.মি. ২২। জ্যা দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেক অংশকে কী বলে? ক. পরিধি খ. বৃত্তচাপ গ. বৃত্তের দৈর্ঘ্য ঘ. কেন্দ্র ২৩। একটি বৃত্তের ব্যাস ৭ সে.মি. হলে, বৃত্তটির বৃহত্তম জ্যা কত সে.মি.? ক. ৩.৫ সে.মি. খ. ৫.৫ সে.মি. গ. ৬ সে.মি. ঘ. ৭ সে.মি. ২৪। বর্গের একটি কর্ণের দৈর্ঘ্য ৫ সে.মি. হলে, অপর কর্ণের অর্ধেক কত সে.মি.? ক. ২.৫ সে.মি. খ. ৩.৫ সে.মি. গ. ৪ সে.মি. ঘ. ৫ সে.মি. ২৫। আয়তের একটি কর্ণের অর্ধেক ৩ সে.মি. হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.? ক. ৩ সে.মি. খ. ৪ সে.মি. গ. ৫ সে.মি. ঘ. ৬ সে.মি. ২৬। নিচের কোনটিকে সামান্তরিক বলা যাবে না? ক. আয়ত খ. ট্রাপিজিয়াম গ. বর্গ ঘ. রম্বস ২৭। বর্গ আঁকতে হলে কয়টি বাহুর দৈর্ঘ্য জানা দরকার? ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি ২৮। ট্রাপিজিয়ামের চার কোণের সমষ্টি কত ডিগ্রি? ক. ৯০ খ. ১৫০ গ. ১৮০ ঘ. ৩৬০ উত্তরমালা \ ১৬.গ ১৭.ঘ ১৮.গ ১৯.গ ২০.খ ২১.ঘ ২২.খ ২৩.ঘ ২৪.ক ২৫.ঘ ২৬.খ ২৭.ক ২৮.ঘ।
×