ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অলিম্পিক ডে পালিত

প্রকাশিত: ২৩:৫৯, ২৪ জুন ২০২১

অলিম্পিক ডে পালিত

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ) দিবসটি পালন করেছে। পতাকা উত্তোলন অনুষ্ঠানের মধ্যে দিবসটির কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে বেলা ১১টায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) পতাকা উত্তোলন করেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) পতাকা উত্তোলন করেন বিওএর সহ-সভাপতি শেখ বশির আহমেদ এবং বিওএর পতাকা উত্তোলন করেন অলিম্পিক ডে উদ্যাপন কমিটির সদস্য-সচিব এবং বিওএর উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর। দুপুর ১২টায় বিওএ’র ডাচ্ বাংলা ব্যাংক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় অলিম্পিক ডে সেমিনার। সেমিনারের প্রাসঙ্গিক বিষয় ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে খেলোয়াড় ও কর্মকর্তাদের অলিম্পিক মূল্যবোধ ও নৈতিকতা। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, স্বাগত বক্তব্য দেন বিওএর উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর। সেমিনারের প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করেন জাতীয় কোর্স পরিচালক এবং ন্যাশনাল অলিম্পিক একাডেমি, বিওএর পরিচালক মাহফুজুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওএর উপ-মহাসচিব আশিকুর রহমান, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার, বিওএ কার্যনির্বাহী কমিটির সদস্য, বিওএর কমকর্তা এবং বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা। বিকেল ৪টায় ডাচ্ বাংলা ব্যাংক অডিটরিয়ামে বিওএর মেডিক্যাল এ্যান্ড এন্টি ডোপিং কমিটি কর্তৃক পরিচ্ছন্ন ক্রীড়ার স্বার্থে খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডোপিংবিরোধী একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়। এন্টিডোপিং ওয়ার্কশপ পরিচালনা করেন মেডিক্যাল এ্যান্ড এন্টি ডোপিং কমিটির সদস্য-সচিব ডাঃ শফিকুর রহমান। ওয়ার্কশপে বিওএর সদস্য, কর্মকর্তা এবং জাতীয় ক্রীড়া ফেডারেশন/এ্যাসোসিয়েশনের খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×