ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইস্টবোর্নে সাবালেঙ্কা ও বিয়াঙ্কার দুরন্ত সূচনা

প্রকাশিত: ২৩:৫৮, ২৪ জুন ২০২১

ইস্টবোর্নে সাবালেঙ্কা ও বিয়াঙ্কার দুরন্ত সূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী সপ্তাহেই শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। তার আগে প্রস্তুতিমূলক ইস্টবোর্ন টুর্নামেন্টে দুরন্ত সূচনা করেছেন বিশ্ব টেনিসের তারকা খেলোয়াড়রা। জয় দিয়েই ইস্টবোর্ন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের ৪৬তম সংস্করণের মিশন শুরু করেছেন শীর্ষ বাছাই এ্যারিনা সাবালেঙ্কা, এলিনা সিতলিনা, বিয়াঙ্কা আন্দ্রেস্কু, ইগা সুইয়াটেক এবং বেলিন্ডা বেনচিচের মতো তারকা খেলোয়াড়রা। তবে প্রথম পর্ব থেকেই বিদায় নিয়ে ভক্ত-অনুরাগীদের হতাশ করেছেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ক্যারোলিনা পিসকোভা এবং সদ্য সমাপ্ত ফ্রেঞ্চ ওপেনের ফাইনালিস্ট এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। ইস্টবোর্নের প্রথম পর্বের ম্যাচে মঙ্গলবার বার্নার্ডা পেরার মুখোমুখি হয়েছিলেন শীর্ষ বাছাই এ্যারিনা সাবালেঙ্কা। আমেরিকান তারকার বিপক্ষে এদিন সরাসরি সেটেই জয় তুলে নেন বেলারুশ সুন্দরী। ২৩ বছরের সাবালেঙ্কা ৬-৩ এবং ৬-৪ ব্যবধানে বার্নার্ডাকে হারিয়ে টুর্নামেন্টের শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেন। মাত্র ১ ঘণ্টার লড়াইয়েই বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৭১ নম্বরে থাকা পেরার বিপক্ষে জয় তুলে নেন সাবালেঙ্কা। ২০১৮ সালে ইংল্যান্ডের এই টুর্নামেন্টের ফাইনাল খেলেছিলেন বেলারুশের এই তারকা। ঘাসের কোর্টের ডবিøউটিএ ইভেন্টে এখন পর্যন্ত এটাই তার সেরা ফলাফল। এবার তার লক্ষ্য শিরোপাটাও ছুঁয়ে দেখার। পারবেন কী সাবালেঙ্কা? তার উত্তর এখন সময়ের হাতে। তবে সাবালেঙ্কার চোখ এখন শেষ ষোলোর ম্যাচে। যেখানে তার প্রতিপক্ষ আরেক আমেরিকান এ্যালিসন রিস্ক। প্রথম পর্বের ম্যাচে রিস্কও ৬-৩ এবং ৬-৪ ব্যবধানে সরাসরি সেটে ভেরোনিকা কুদারমেতোভাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকেট কাটেন। ২০১৯ সালে চমকপ্রদ পারফর্ম করে বিশ্ব টেনিসের নজর কুড়িয়েছিলেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। এরপর কানাডিয়ান তারকা নিজেকে সেভাবে আর মেলে ধরতে পারেননি। মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ড¯øাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন থেকে তো প্রথম রাউন্ডেই বিদায় নেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনে অবশ্য দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। উইম্বলডনের আগে এবার ইস্টবোর্নে জয় দিয়েই যাত্রা শুরু করেন তিনি। বিয়াঙ্কা আন্দ্রেস্কু প্রথম পর্বের ম্যাচে কঠিন লড়াইয়ের পর ৬-৪, ২-৬ এবং ৬-২ ব্যবধানে পরাজিত করেন আমেরিকার ক্রিস্টিয়ানা ম্যাকহেলকে। দ্বিতীয় রাউন্ডেই অগ্নি-পরীক্ষা দিতে হবে তাকে। প্রতিপক্ষ যে এস্তোনিয়ার এ্যানেট কোন্টাভেইট! দ্বিতীয় বাছাই এলিনা সিতলিনা প্রথম পর্বের ম্যাচে প্রথম সেটে হেরেও শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে কোর্ট ছেড়েছেন। এদিন তিনি ৪-৬, ৬-১ এবং ৭-৬ (৭/১) ব্যবধানে পরাজিত করেন পাওলা বাদোসাকে। সর্বশেষ গত সোমবার নতুন করে প্রকাশিত হয় ডবিøউটিএ র‌্যাঙ্কিং। যেখানে আবারও শীর্ষ পাঁচে উঠে এসেছেন সিতলিনা। আমেরিকার সোফিয়া কেনিনকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি। র‌্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে বেলিন্ডা বেনচিচেরও। চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার এক ধাপ অবনমন হলে তার স্থলাভিষিক্ত হয়ে ১১ নম্বরে উঠে আসেন বেনচিচ। সুইজারল্যান্ডের এই তারকা ইস্টবোর্নেও দাপুটে শুরু করেছেন। নিজের প্রথম ম্যাচে তিনি ৬-১ এবং ৬-৩ ব্যবধানে পেত্রা মার্টিচকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেন। দ্বিতীয় পর্বে তার প্রতিপক্ষ ভিক্টোরিয়া গোলুবিক। গত মৌসুমে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন ইগা সুইয়াটেক। রোঁলা গ্যারোঁতে এবার কোয়ার্টার ফাইনালেই থেমে যায় তার জয়রথ। ইস্টবোর্নে প্রথম পর্বের ম্যাচে তিনি ৬-৩, ৬-৭ (৪/৭) এবং ৭-৫ ব্যবধানে হিথার ওয়াটসনকে পরাজিত করেন। আমেরিকান তরুণী কোকো গফ প্রথম পর্বের ম্যাচে ০-৬, ৭-৬ (৭/৪) এবং ৭-৫ ব্যবধানে হারিয়েছেন এলিস মার্টেন্সকে। সদ্য সমাপ্ত ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলা এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাও ভালো খেলতে পারেননি। ইস্টবোর্নের প্রথম রাউন্ডে জেলেনা ওস্টাপেঙ্কোর কাছে ৬-১ এবং ৬-৩ ব্যবধানে হেরে যান তিনি। এছাড়া টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ক্যারোলিনা পিসকোভা ক্যামিলিয়া জিওর্জির কাছে ২-৬, ৬-২এবং ৬-২ গেমে হেরে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন।
×