ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউরো চ্যাম্পিয়নশিপ, ইংল্যান্ডের কাছে হেরেও শেষ ষোলোতে চেক প্রজাতন্ত্র, চেক প্রজাতন্ত্র ০-১ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ৩-১ স্কটল্যান্ড

ক্রোয়েশিয়ার ঘুরে দাঁড়ানোর নায়ক মডরিচ

প্রকাশিত: ২৩:৫৭, ২৪ জুন ২০২১

ক্রোয়েশিয়ার ঘুরে দাঁড়ানোর নায়ক মডরিচ

জাহিদুল আলম জয় ॥ এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে অন্যতম ফেবারিট বলা হচ্ছে। ‘ডি’ গ্রæপের সেরা হয়ে নকআউট রাউন্ডে পা রেখে সেটার যথার্থতাও দেখিয়েছে ফুটবলের জনকরা। কিন্তু ফুটবলবোদ্ধাদের মতে, ইংলিশদের পারফরমেন্স তেমন আহামরি নয়। গ্রæপ পর্বের তিন ম্যাচের মধ্যে দু’টিতেই তারা জিতেছে ১-০ গোলে, অপর ম্যাচটি গোলশূন্য ড্র করে। যে কারণে নকআউট রাউন্ডে গ্যারেথ সাউথগেটের দলকে কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে বলে মনে করছেন অনেকে। নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে। এরপর মঙ্গলবার রাতে শেষ গ্রæপ ম্যাচেও চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। মজার বিষয় হচ্ছে, প্রথম ম্যাচের একমাত্র গোলের মতো এ ম্যাচেও ইংলিশদের গোলদাতা রাহিম স্টার্লিং। নিজেদের মাঠ লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে গোলটি করেন ম্যানচেস্টার সিটি তারকা। এই জয়ে গ্রæপ চ্যাম্পিয়ন হয়েছে আগেই নকআউট রাউন্ড নিশ্চিত করা ইংলিশরা। হেরেও একই মঞ্চের টিকেট কেটেছে চেক প্রজাতন্ত্র। আগের দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট পাওয়ায় ছয় গ্রæপের সেরা চারটি তৃতীয় দলের একটি হয়ে এই সুযোগ পেয়েছে চেকরা। গ্রæপের আরেক ম্যাচে গø্যাসগোর হ্যাম্পডেন পার্কে স্বাগতিক স্কটল্যান্ডের বিরুদ্ধে বাঁচামরার লড়াইয়ে নেমেছিল ক্রোয়েশিয়া। আগের দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পাওয়ায় এ ম্যাচে জয়ের বিকল্প ছিলনা বিশ্বকাপের বর্তমান রানার্সআপদের। টিকে থাকার এই মিশনে সুপারস্টার লুকা মডরিচের দুর্দান্ত নৈপুণ্যে ভর করে স্কটিশদের ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ক্রোয়েটরা। এর ফলে ৪ পয়েন্ট নিয়ে গোলগড়ে দ্বিতীয় হয়ে সরাসরি শেষ ষোলোর ছাড়পত্র পেয়েছে দলটি। মজার বিষয় হচ্ছে, ‘ডি’ গ্রæপ থেকে চার দলের মধ্যে তিনটিই নকআউট রাউন্ডে উঠে গেছে। স্কটল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করার ম্যাচটি থেকে চার পরিবর্তন করে দল সাজান ইংলিশ কোচ সাউথগেট। এরপরও শুরু থেকে দাপট রেখে খেলতে থাকে স্বাগতিকরা। এ ধারাবাহিকতায় ১২ মিনিটে বাম দিক থেকে গ্রীলিশের পাসে গোল করেন স্টার্লিং। ম্যানচেস্টার সিটি তারকার এটি টুর্নামেন্টে দ্বিতীয় গোল। পিছিয়ে পড়ার পর গোল পরিশোধে বেশ কিছু আক্রমণ শানালেও সফল হয়নি চেকরা। উল্টো ম্যাচের শেষের দিকে হেন্ডারসন ইংলিশদের হয়ে আরেকটি গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। এবার ২৩ বছরের খরা কাটিয়ে প্রথমবারের মতো বৈশ্বিক কোন বড় টুর্নামেন্টে খেলতে এসেছিল স্কটল্যান্ড। চেক প্রজাতন্ত্রের কাছে ২-০ গোলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ফেবারিট ইংল্যান্ডকে রুখে দিয়ে চমক দেখায় স্কটিশরা। যে কারণে গ্রæপের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বাড়তি মনোবল নিয়ে খেলতে নেমেছিল দলটি। কিন্তু ক্রোয়েটদের মরণ কামড়ে স্বপ্নপূরণ হয়নি স্কটিশদের। মূলত রিয়াল মাদ্রিদ তারকা লুকা মডরিচের দুর্দান্ত পারফরমেন্সের কাছে নতি স্বীকার করতে হয়েছে স্টিভ ক্লার্কের দলের। ম্যাচের ১৭ মিনিটে নিকোলা ভøাসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর ৪২ মিনিটে ক্যালুম ম্যাকগ্রিগরের গোলে সমতা ফিরিয়ে স্বপ্ন বাঁচিয়ে স্কটল্যান্ড। কিন্তু বিরতির পর আর পেরে ওঠেনি তারা। ৬২ মিনিটে মডরিচের চোখ ধাঁধানো গোলে আবারও এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এর ফলে ইউরোতে ক্রোয়েশিয়ার হয়ে সবচেয়ে বেশি ও কম বয়সে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন মডরিচ। এই ম্যাচে গোল করার সময় মডরিচের বয়স ছিল ৩৫ বছর ২৮৬ দিন। আর ২০০৮ আসরে অস্ট্রিয়ার বিরুদ্ধে ২২ বছর ৭৩ দিন বয়সে করেছিলেন সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড। ম্যাচের ৭৭ মিনিটে ইভান পেরিসিচের গোলে জয় নিশ্চিত হয় জøাটকো ডালিচের দলের। ম্যাচ শেষে ক্রোয়েট কোচ এজন্য কৃতিত্ব দিয়েছেন মডরিচকে। ডালিচ বলেন, কেউ জানে না কিভাবে মডরিচ এখনও তার মান শীর্ষ পর্যায়ে ধরে রেখেছে। অনেকেই ভাবছিল ও বোধহয় ফুরিয়ে যাচ্ছে; তার শক্তি হারাচ্ছে। কিন্তু সেই পুরো দলকে এক সূত্রে বেঁধে রেখেছে। সে কখনও হাল ছাড়ে না। ক্রোয়েট বস আরও বলেন, মডরিচ ও তার খেলা নিয়ে যাই বলি না কেন তা যথেষ্ট হবে না। তাকে নিয়ে আমি গর্বিত। গর্বিত তাকে কোচিং করাতে পেরে, দলে পেয়ে।
×