ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমিরাতের হিমঘরে ৪৯ দিন পড়ে ছিল বাংলাদেশীর লাশ

প্রকাশিত: ২৩:৫১, ২৪ জুন ২০২১

আমিরাতের হিমঘরে ৪৯ দিন পড়ে ছিল বাংলাদেশীর লাশ

জনকণ্ঠ ডেস্ক ॥ বেওয়ারিশভাবে ৪৯ দিন হিমঘরে পড়ে থাকার পর সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশীর লাশের খোঁজ পেয়েছেন তার স্বজনরা। আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় নিহত ওই বাংলাদেশীর নাম মোহাম্মদ হারুনুর রশীদ (৫০)। তিনি ল²ীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। খবর বিডিনিউজের। নিহত হারুনের মামাত ভাই আবুধাবি প্রবাসী শাহাদাত হোসেন সুজন বলেন, হারুন ভ্রমণ ভিসায় গত ২ মে দুবাই আসেন। পরদিন দুবাই থেকে আবুধাবি রওনা দেন। যাত্রাপথে দুবাই-আবুধাবি হাইওয়ের আল রাহাবায় পাঁচ লেনের রাস্তা পার হওয়ার সময় প্রথমে একটি স্টেশন ওয়াগন এবং পরে একটি ল্যান্ড ক্রুজার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিচয় না পাওয়ায় মৃত্যুর পর হারুনের লাশ আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্চারিতে রাখা ছিল। স্ত্রী ছাড়াও দেশে নিহত হারুনের ১৬ ও ১৩ বছর বয়সী দুই কন্যা রয়েছে।
×