ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নর্দমাগুলোর পানি ধারণ ক্ষমতা বাড়ানো হবে ॥ তাপস

প্রকাশিত: ২৩:৪৯, ২৪ জুন ২০২১

নর্দমাগুলোর পানি ধারণ ক্ষমতা বাড়ানো হবে ॥ তাপস

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নর্দমাগুলোর পানি ধারণ ক্ষমতা বাড়ানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার মৌচাক ও মালিবাগ এলাকায় নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মেয়র বলেন, নর্দমার পানি সরাসরি খালে নিতে নক্সা প্রণয়ন করা হবে। সে অনুযায়ী দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় নর্দমাগুলোর পানি ধারণ ক্ষমতা বাড়ানো হবে। তিনি বলেন, আমি এখানে পরিদর্শনে এসে দেখলাম যেভাবে নর্দমা করা হয়েছে, তাতে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তাপস বলেন, আমরা যে মহাপরিকল্পনা করছি, তার আওতায় সেভাবেই নক্সা প্রণয়ন করব যাতে বৃষ্টির পানি সরাসরি খালে চলে যেতে পারে। পানি সরাসরি খালে চলে গেলে আমাদের আর জলাবদ্ধতা থাকবে না। এটা সম্ভব কিন্তু অত্যন্ত দুরূহ। তিনি বলেন, আগে নর্দমাগুলোর নক্সা যেভাবে করা হয়েছে, তাতে ঢাকায় যে পরিমাণ বৃষ্টি হয়, তার ধারণ ক্ষমতা সেগুলোর নেই।
×