ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুগদায় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২৩:৪৮, ২৪ জুন ২০২১

মুগদায় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মুগদায় দুটি ‘কিশোর গ্যাংয়ের’ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ছিনতাইয়ের প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কিশোর গ্যাং ‘চাঁন-জাদু’ গ্রæপ ও ‘ব্যান্ডেজ’ গ্রæপের সদস্য। চাঁন-জাদু গ্রæপের জাদুকে গ্রেফতার করতে পারলেও চাঁনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হচ্ছে রবিন, নয়ন ইসলাম এবং ব্যান্ডেজ গ্রæপের মোঃ হিরো ও মোঃ রিপন। বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ আব্দুল আহাদ এসব তথ্য জানান। ডিসি জানান, বিভিন্ন মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে আসামিদের তালিকা তৈরির পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর মুগদা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এই দুই গ্রæপের ৩২ কিশোর সদস্য রয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন অনলাইন গেমের নামে সমবয়সী কিশোরদের সংঘবদ্ধ করে জুয়া খেলতে উৎসাহ দেয়। এই দুই কিশোর গ্যাং সদস্যরা স্মার্টফোন ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করত। তারা রাস্তায় চলাচলরত নারীদের উত্ত্যক্ত করা, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়া তারা প্রায়ই এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টার জন্য দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। ঢাকায় আসছে কঙ্গোর সরকারী প্রতিনিধি দল জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে ঢাকায় আসছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গো (ডিআরসি) বা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের একটি প্রতিনিধি দল। সরকারী এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কঙ্গোর প্রেসিডেন্ট অফিসের পলিসি বিশেষজ্ঞ দাদও কাপানজি। খবর বাংলানিউজের। সফরকারী প্রতিনিধি দলটির অন্য সদস্যদের মধ্যে থাকবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক‚টনৈতিক ও ইউকে-এর অনারারি কনসাল টেনডে লুয়াবা ও রেজিডস্ক্রো (পানিসম্পদ মন্ত্রণালয়)-এর জেনারেল সেক্রেটারি জেন পিয়ের অতসুম্বে।
×