ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রবাসী নারীদের ফেসবুক আইডি হ্যাক করে অর্থ আত্মসাত, যুবক গ্রেফতার

প্রকাশিত: ২৩:২৬, ২৪ জুন ২০২১

প্রবাসী নারীদের ফেসবুক আইডি হ্যাক করে অর্থ আত্মসাত, যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ প্রবাসী নারীদের ফেসবুক আইডি হ্যাক করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মামুন মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি সাইবার ক্রাইম টিম। এদিকে গ্রেফতারকৃত মামুনের বিরুদ্ধে দু’দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার রাতে সুনামগঞ্জের হাওড় এলাকার একটি প্রত্যন্ত গ্রাম থেকে মামুন মিয়াকে গ্রেফতার করা হয়। মাত্র এসএসসি পাস করা এই যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে বিভিন্ন দেশী-বিদেশী নারীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। স্থানীয় একটি ট্রেনিং সেন্টার থেকে আইটির ওপর কোর্স করে প্রতারণা শুরু করে মামুন। তিনি বলেন, মামুন তথ্যপ্রযুক্তিতে পারদর্শী। সে ফেসবুক ব্যবহারকারীদের মেসেঞ্জারে ‘ফিশিং লিংক’ পাঠাত। তাতে ক্লিক করলে ফেসবুকের ইন্টারফেস আসত। সেখানে আইডি, পাসওয়ার্ড দিলে তা চলে যেত হ্যাকারের কাছে। মামুন তখন ওই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ফেসবুকে ঢুকে ভিকটিমের এ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নিত। এরপর সে ওই এ্যাকাউন্টের মালিকের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করত। টাকা পেলে ভিকটিমের ফেসবুক এ্যাকাউন্ট ফেরত দিত, না হলে নিজের দখলে রাখত। অভিনব কায়দায় প্রতারণার পাশাপাশি ভুক্তভোগী নারীদের বলতেন, তার প্রতারণার কৌশল কেউ প্রমাণ করতে পারবে না। কেউ ধরতে পারবে না বলে চ্যালেঞ্জও দিতেন। ধরতে পারলে ১ হাজার ডলার পুরস্কার দেয়ার ঘোষণাও দেন মামুন। এর আগেও ফেসবুক হ্যাকের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় মামুনের বিরুদ্ধে। এবার প্রবাসী নারীদের ফেসবুক আইডি হ্যাকের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার জানান, প্রতারণার মাধ্যমে আয় করা টাকা দিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন মামুন। তিনি বহু নারীর আইডি হ্যাক করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। প্রত্যন্ত অঞ্চলে বসবাস করলেও মামুন ব্যবহার করতেন দামি মোটরসাইকেল এবং আইফোন ম্যাক্স মডেলের মোবাইল ফোন।
×