ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনাকালে ডেলিভারি

প্রকাশিত: ২৩:২৬, ২৪ জুন ২০২১

করোনাকালে ডেলিভারি

* মা যদি করোনা পজিটিভ হন তবে গর্ভকালীন বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। * মাকে আইসোলেটেড ওয়ার্ড বা কেবিনে রাখতে হবে। * ডাক্তাররা ডেলিভারির আগে বিশেষভাবে পিপিই পরে সুসজ্জিত হবেন। * ডেলিভারির পর মা ও আরেকজন এটেন্ডেন্ট থাকবেন মাকে পরিচর্যার জন্য। * তিনি সবসময় মাস্ক পরে থাকবেন। * বাচ্চার দুধ খাওয়ানোর সময় মা একটি মাস্ক পরে বাচ্চাকে দুধ খাওয়াবেন। * বুকের দুধের মধ্য দিয়ে করোনার জীবাণু যায় না। * এ সময় বাচ্চার পরিচর্যার যেন কোন ব্যাঘাত না ঘটে সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। * বাচ্চাকে মাসে এক ডোজ ‘ভিটমিন কে’ ইনজেকশন দিতে হবে। মুখে দিলে ৩ ডোজ ৪ সপ্তাহের মধ্যে দিতে হবে। * এটেন্ডেন্ট প্রতিবার দুধ খাওয়ানোর পর পেটের বাতাস বের করার জন্য বাচ্চাকে কাঁধে নেবে। * বাচ্চার নাভি পরিষ্কার ও শুকনো রাখতে হবে। * বাচ্চার চোখ ও নাকের কোণে ম্যাসাজ করতে হবে, যাতে বাচ্চার নেজোল্যাকরিমাল বøক সরে যায়। * যতবারই বাচ্চা চাইবে ততবারই বাচ্চাকে বুকে ধরাবেন। বাচ্চা যদি ২৪ ঘণ্টায় ৬ বার প্রশ্রাব করে তবে বুঝতে হবে বাচ্চা দুধ পাচ্ছে। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×