ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেরপুরে করোনায় আরও একজনের মৃত্যু ॥ নতুন করে শনাক্ত ৪২

প্রকাশিত: ২০:৫৬, ২৩ জুন ২০২১

শেরপুরে করোনায় আরও একজনের মৃত্যু ॥ নতুন করে শনাক্ত ৪২

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে করোনা আক্রান্ত হয়ে মনিরুজ্জামান মনির (৪৩) নামে এক গার্মেন্টস কাপড় ব্যবসায়ী ও মানবাধিকার কর্মীর মৃত্যু হয়েছে। ২৩ জুন বুধবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি শহরের উত্তর নওহাটা মহল্লার প্রবীণ রাজনীতিবিদ মজিবুর রহমান মাস্টারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন। এদিকে জেলায় করোনা সংক্রমণ ক্রমেই বাড়ছে। বুধবার জেলায় নতুন করে আরও ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। জানা যায়, মনিরুজ্জামান মানবাধিকার সংগঠন আমাদের আইনের শেরপুর সদর উপজেলা শাখার সভাপতি ছিলেন। তিনি শহরের নিউমার্কেটে গার্মেন্টস কাপড়ের ব্যবসা করতেন। গত ১৭ জুন জেলা সদর হাসপাতালে করোনা পরীক্ষা করালে মনিরুজ্জামানের দেহে করোনা শনাক্ত হয়। পরে তার শ্বাসকষ্ট দেখা দিলে ১৮ জুন তিনি জেলা সদর হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে পরদিন তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় ২৩ জুন বুধবার সকাল ১০টায় তার মৃত্যু হয়। এদিকে জেলায় নতুন করে আরও ৪২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ১৫০ জনের নমুনা পরীক্ষায় ওই ৪২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৮ ভাগ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৯৭ জন। আর মারা গেছেন ২০ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৩৯০ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২১ জন। বাকিরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। বুধবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগের বুলেটিনে ওইসব তথ্য জানানো হয়। এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, চলতি জুন মাসে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ মাসে ৫ জনের প্রাণহানি হয়েছে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় সাধারণ মানুষ করোনাভাইরাসে বেশি সংক্রমিত হচ্ছেন। করোনা আক্রান্তদের অধিকাংশই শেরপুর পৌর এলাকার বাসিন্দা। করোনার বিস্তার রোধে জনসাধারণকে সচেতন হতে এবং মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। অন্যথায় সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, করোনা চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। উল্লেখ্য, গত বছরের ৫ এপ্রিল জেলায় প্রথম দুই ব্যক্তির করোনা শনাক্ত হয়।
×