ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ইজিবাইক যন্ত্রাংশের গুদামে অগ্নিকান্ড

প্রকাশিত: ১৮:৩২, ২৩ জুন ২০২১

গাজীপুরে ইজিবাইক যন্ত্রাংশের গুদামে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে ব্যাটারি চালিত ইজিবাইক যন্ত্রাংশের একটি গুদামে বুধবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষ্মীপুরা এলাকাস্থিত চান্দনা সিনেমা হলটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। প্রায় তিন বছর ধরে ওই সিনেমা হলটি গুদাম হিসেবে ভাড়া নেন আবুল হোসেন লাল্টু। চায়না থেকে আমদানীকৃত অটো রিকশার যন্ত্রাংশ সেখানে মজুদ রেখে সারা দেশে সরবরাহ ও বিক্রি করা হতো। বুধবার ভোর সোয়া ৫টার দিকে সেখানে আগুনের সূত্রাপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ষ্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টর পর পৌণে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্নিকান্ডের এ ঘটনায় সেখানে থাকা অটো রিকশার মোটর, চার্জার ও চাকাসহ বিভিন্ন যন্ত্রাংশ ও মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায় নি।
×