ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে নবনির্বাচিত ১৩ চেয়ারম্যানই আওয়ামী লীগের

প্রকাশিত: ১৩:৫২, ২৩ জুন ২০২১

মাদারীপুরে নবনির্বাচিত ১৩ চেয়ারম্যানই আওয়ামী লীগের

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে দলীয় প্রতীক ছাড়া জেলার শিবচর উপজেলার ১৩ ইউনিয়নের নির্বাচন কোন সহিংসতা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান সকলেই আওয়ামী লীগের। বিজয়ীরা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। নবনির্বাচিতরা হলেনÑকুতুবপুর ইউনিয়নে মোঃ আতিকুর রহমান মাদবর, কাদিরপুর বিএম জাহাঙ্গীর হোসেন, দ্বিতীয়াখন্ড মনোয়ারা বেগম, শিবচর মোঃ বাবুল ফকির, পাঁচ্চর মোঃ দেলোয়ার হাওলাদার, মাদবরচর মোঃ ফজলুল হক মুন্সী, বাঁশকান্দি আসাদুজ্জামান খোকন, ভান্ডারিকান্দি কালাম চোকদার, দত্তপাড়া মুরাদ মিয়া, শিরুয়াইল মো: সরাব উদ্দিন মাতুব্বর, নিলখী মিজান শিকদার, বহেরাতলা (উত্তর) জাকির হোসেন হায়দার এবং বহেরাতলা (দক্ষিন) ইউনিয়নে আবদুল বারী উকিল। শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘শিবচর উপজেলার ১৩ ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রথম ধাপের নির্বাচনে ১৩ ইউনিয়নের মধ্যে শুধু কাদিরপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।'
×